Advertisement
� বৃন্দাবন মথুরা ও আগ্রা � @highlight �আমাদের যাত্রা শুরু হবে
21-Nov-25 ও 12-Dec-25
� মাথাপিছু খরচ 6,250/- টাকা।
� প্রথম দিন �
আমরা সবাই হাওড়া/ কলকাতা স্টেশনে মিলিত হব, তারপর বিকেল ৫.৪৫ মিনিটে ট্রেনে উঠে বসবো মথুরার উদ্দেশ্যে।
� দ্বিতীয় দিন�
সন্ধ্যা ৭.৪৫ মিনিট নাগাদ মথুরা পৌঁছে সেখান থেকে গাড়ি করে বৃন্দাবন যাবো সময় প্রায় ৩০ মিনিট মতো লাগবে। তারপর হোটেল প্রবেশ করে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যায় প্রেম মন্দির দর্শন করে নেবো। রাতে বৃন্দাবনের হোটেলে থাকবো।
� তৃতীয় দিন�
সকালে জলখাবারের পর আমরা রাধারানীর জন্মস্থান বর্শনার উদ্দেশ্যে রওনা হবো, সাথে দেখে নেবো গোকুল ও গোবর্ধন,রাধাকুন্ড ইত্যাদি। সব দেখে রাতে বৃন্দাবন ফিরে আসবো।
� চতুর্থ দিন �
আমরা সকালে জলখাবারের পর বৃন্দাবনের স্থানীয় দর্শনীয় স্থান গুলো ঘুরে দেখবো টোটো করে সাথে দেখে নেবো শ্রী কৃষ্ণের জন্মস্থান। আজকের রাতটাও আমাদের বৃন্দাবনের হোটেলেই কাটবে।
� পঞ্চম দিন�
সকাল ৭ টায় মথুরা থেকে আগ্রা যাবো পথে দেখে নেবো ফতেপুর সিক্রি ও তাজ মহল ও সম্ভব হলে আগ্রা ফোর্ট ।
রাত্রিবাস আগ্রা হোটেলে।
� ষষ্ঠ দিন �
আজ ট্রেন ধরবো আগ্রা ষ্টেশন থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে আজকের রাতটা আমাদের ট্রেনেই কাটবে।
� সপ্তম দিন �
সকাল সকাল আমরা হাওড়া পৌঁছে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো আর এখানেই আমাদের মথুরা ও বৃন্দাবন ট্যুরের সমাপ্তি ঘটবে।
�আমরা যা যা দেবো:-
★ পরিবার অনুযায়ী হোটেল রুম।
★ সকাল দুপুর বিকেল রাত্রি চারবেলা খাবার।
★ দর্শনীয় স্থান ভ্রমনের জন্য গাড়ি।
� আমরা যা দেবো না:-
★যাতায়াতের জন্য ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট।
★ যাত্রা কালীন ট্রেনের খাবার।
★ দর্শনীয় স্থানের টিকিট মূল্য।
★ ব্যক্তিগত কোনো খরচ।
★ বর্শনার স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমনের জন্য গাড়ি। বা কোথাও কোনো ছোটো গাড়ি যদি এক্সটা নিতে হয় তার খরচ।।
বুকিং এর জন্য যোগাযোগ করুন
Indica travel mania
�8240623889
�9330560933
Advertisement
Event Venue & Nearby Stays
Sarsuna, Sonamukhi daspara, kolkata -700141, Sarsuna, West Bengal, India, Kolkata, India
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.









