বীচ হাইকিং - হান্টার স্পেশাল ৪.০

Thu, 23 Jan, 2025 at 09:00 pm to Tue, 28 Jan, 2025 at 05:00 am UTC+06:00

Coxbazar Sea Beach | Chittagong

Baizid Hasan
Publisher/HostBaizid Hasan
\u09ac\u09c0\u099a \u09b9\u09be\u0987\u0995\u09bf\u0982 - \u09b9\u09be\u09a8\u09cd\u099f\u09be\u09b0 \u09b8\u09cd\u09aa\u09c7\u09b6\u09be\u09b2 \u09ea.\u09e6
Advertisement
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে চষে বেড়ানোর রাজ্যে আপনাদেরকে স্বাগতম।
আবারো Altitude Hunter থেকে কমার্শিয়াল আয়োজন হতে যাচ্ছে বিচ হাইকিং ট্রিপের...
এ যাত্রায় আমরা হেঁটে দেখবো টেকনাফ থেকে কক্সবাজার অবদি সমুদ্র সৈকতের পুরোটা🤟

তুলনামূলক কমফোর্টেবল এবং উপভোগ করে হাইক টি সম্পন্ন করার লক্ষ্যে আমরা ট্রিপটি ০৪ দিনে আয়োজন করতে যাচ্ছি। এ যাত্রায় আমরা ৪ দিনে সমুদ্রের পাড় ধরে হাঁটবো প্রায় ৮০ কিলোমিটার পথ....

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কোত্থেকে হাঁটা শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, থাকবো কোথায়, খাবো কি, ওয়াশরুম ফ্যাসিলিটি কেমন হবে ইত্যাদি....

সকল প্রশ্নের উত্তর এখানেই পেয়ে যাবেন।

আমরা মূলত পাহাড়ে ট্রেকিং কে কেন্দ্র করেই আমাদের ইভেন্ট গুলো সাজাই। তবে এবার একটু ভিন্ন চিন্তায় আয়োজন করতে যাচ্ছি নিজেদের অপার সম্ভাবনার পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকতকে হেঁটে দেখার ও চোখ ভরে উপভোগের লক্ষ্যে। অনেকেরই প্রিয় সমুদ্র আর তার অনন্যা কন্যা কক্সবাজার এর আসল প্রকৃতির মিশ্রনে আত্মার শুদ্ধিকরন ও মন ভোলানো মুহুর্ত জড়ো করতে আপনিও হতে পারেন, একজন Altitude Hunter.

⭐⭐ ট্রেকিং স্টাইলঃ ব্যাকপ্যাকিং ও ক্যাম্পিং।

📌📌 ট্রেকিং লেভেলঃ মডারেট।

🏕️ একোমোডেশনঃ তাবু (শেয়ারিং বেইজড, ২/৩ জন)

🚍 যাত্রা শুরুঃ ২৩ জানুয়ারি ২০২৫, রাত ১০টা
🚍 যাত্রা শেষঃ ২৮ জানুয়ারি ২০২৫, ভোর ০৬টা আনুমানিক।

📝 ভ্রমন পরিকল্পনাঃ

আমরা হাঁটা শুরু করবো টেকনাফ থেকে এবং শেষ করবো কক্সবাজার এর কলাতলী বিচে এসে....
প্রতিদিনের গন্তব্য কোথায় হবে তা কনফার্ম কারীদের নিয়ে মেসেঞ্জার গ্রুপে বিস্তারিত জানানো হবে।
তবে অবশ্যই সেইফটি নিয়ে সর্বোচ্চ সচেতন বরাবরের মতোই থাকবো আমরা।

তাই এমন একটি ভিন্নধর্মী আয়োজনে স্ব দলবলে চলে আসতেই পারেন।

👥👥👥 টিম সাইজঃ ২৫ জন

💰💰💰 ইভেন্ট ফীঃ ৭৭০০টাকা

🎀🎀🎀 যা যা পাচ্ছেন এই ইভেন্ট ফী তেঃ

1. ঢাকা - টেকনাফ নন এসি বাস টিকেট
2. কক্সবাজার - ঢাকা নন এসি বাস টিকেট
3. প্রতিদিন সকাল ও রাতের প্রধান খাবার এবং দুপুরের জন্য কলা,পাউরুটি, চকলেট জাতীয় শুকনো খাবার।
4. লোকাল ট্রান্সপোর্ট (আপনাদের ব্যাকপ্যাক, তাবু সহ যাবতীয় সরঞ্জাম প্রতিদিন এক ক্যাম্পসাইট থেকে অন্য ক্যাম্পসাইটে পৌছাতে)
5. দক্ষ ট্রেক লিডার
6. ট্রেকিং বা হাইকিং সম্পর্কিত বিশেষ অভিজ্ঞতা শেয়ারিং সেশন।

♦♦♦ যা যা পাচ্ছেন নাঃ
১)উপরে বর্নীত তথ্যের বাইরের যে কোন বিকল্প।

⏰⏰⏰ কনফার্মেশন ডেডলাইনঃ
২০ জানুয়ারি ,২০২৫

⚓কনফার্মেশন প্রসেসঃ

আপনার প্যাকেজটি দুইটি উপায়ে বুকিং কনফার্ম করতে পারেন:

১। ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে বুকিং কনফার্ম:

#IFIC Bank Account:
Account Name: Sheikh Umair Mohammad Baizid Hasan.
Account No: 0190018310811
Branch : Lalmatia

২। বিকাশ কিংবা নগদ এর মাধ্যমে বুকিং কনফার্ম:

01790894948 (bkash personal)
01521330256 (nagad personal)

✅✅✅ট্রেকিং যা যা অবশ্যই সাথে নিতে হবে
------------------------------------------------------
১। ব্যাকপ্যাক - সাথে রেইন কভার
২। ট্রেকিং স্যান্ডেল
৩। স্লিপিং ব্যাগ/পাতলা কম্বল
৪। ছাতা
৫। হেড ল্যাম্প বা ছোট টর্চ লাইট
৬। টি শার্ট ২/৩টি (হাফ ও ফুল স্লিভ)
৭। হাফ প্যান্ট, ট্রাউজার
৮। প্রতিদিন দুপুরের জন্য ড্রাই ফুড (আমরাও সরবরাহ করবো)
৯। টুথ ব্রাশ - পেস্ট - সাবান
১০। গামছা
১১। পানির বোতল (১ লিটারের ১ টা)
১২। প্রাথমিক ওষুধ, স্যালাইন, গ্লুকস
১৩। মশার জন্য ওডোমস ক্রিম
১৪। এন আইডি কার্ডের ফটোকপি

♦️♦️ বিঃ দ্রঃ
-------
# প্রতিদিন সূর্যের তাপে ৫-৬ ঘণ্টা করে ট্রেক করতে হবে
# রান্নাতে সাহায্য করতে হবে
# পথে পানির স্বল্পতা থাকতে পারে
# যেকোনো প্রকারের দুর্ঘটনা যখন তখন হতে পারে
# দয়া করে এই ভ্রমন এড়িয়ে যান, যদি আপনাকে দ্বারা নিম্নাক্ত ধরনের কাজগুলো হতে পারে বলে মনে করেন...

* দলনেতার কথা না মানা
* অভিযোগকারী ধরনের
* দলের হয়ে কাজ না করা
* পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারা
* দীর্ঘ শারীরিক চাপ ও ব্যাথা সহ্য করতে না পারা

এছাড়াও যেকোন প্রয়োজনে বা জিজ্ঞসায় কল করুনঃ

✆ 01790894948 (Baizid)
Advertisement

Event Venue & Nearby Stays

Coxbazar Sea Beach, Cox's Bazar, Bangladesh, Chittagong

Sharing is Caring:

More Events in Chittagong

\u0986\u099c\u09bf\u09ae\u09c1\u09b6\u09b6\u09be\u09a8 \u09a8\u09be\u09a4\u09c7 \u09ae\u09cb\u09b8\u09cd\u09a4\u09ab\u09be \u09b8\u0983 \u09ae\u09be\u09b9\u09ab\u09bf\u09b2
Thu, 23 Jan, 2025 at 04:00 pm আজিমুশশান নাতে মোস্তফা সঃ মাহফিল

Gaosia Azizia Darbar Sharif, Chipatoli, Hathazari., Chipatoli Rd, Nangalmora, Hathazari, Chittagong Division, Bangladesh

Shout out to my newest followers! Excited to have you onboard!
Thu, 23 Jan, 2025 at 05:00 pm Shout out to my newest followers! Excited to have you onboard!

নোয়াখালী - Noakhali

\u0995\u0995\u09cd\u09b8\u09ac\u09be\u099c\u09be\u09b0, \u09b8\u09c7\u0987\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 (\u09e7\u09ee)
Thu, 23 Jan, 2025 at 06:00 pm কক্সবাজার, সেইন্টমার্টিন (১৮)

Saintmartin Island - সেন্টমার্টিন দ্বীপ

\u098f\u09b8\u09bf \u09ac\u09be\u09b8\u09c7 \u09b8\u09c7\u09a8\u09cd\u099f \u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8\u09c7 \u09ac\u09be\u0982\u09b2\u09be\u09b0 \u09aa\u09a5\u09c7
Thu, 23 Jan, 2025 at 08:00 pm এসি বাসে সেন্ট মার্টিনে বাংলার পথে

সেন্টমার্টিন, টেকনাফ।

\u09ac\u09c0\u099a \u09b9\u09be\u0987\u0995\u09bf\u0982 - \u09b9\u09be\u09a8\u09cd\u099f\u09be\u09b0 \u09b8\u09cd\u09aa\u09c7\u09b6\u09be\u09b2 \u09e6.\u09ea
Thu, 23 Jan, 2025 at 10:00 pm বীচ হাইকিং - হান্টার স্পেশাল ০.৪

Cox's Bazar Sea Beach । কক্সবাজার সমুদ্র সৈকত

\u09ae\u09c7\u0998\u099a\u09c2\u09dc\u09be\u09df \u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09bf\u0982 \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09c7 \u099f\u09bf\u09ae Tour expert (03)
Thu, 23 Jan, 2025 at 10:00 pm মেঘচূড়ায় ক্যাম্পিং ট্যুরে টিম Tour expert (03)

আবাসিক,আলীকদম,বান্দরবান।

#\u0995\u09bf\u09b0\u09cd\u09b8\u09a4\u0982 \u09aa\u09be\u09b9\u09be\u09dc \u0993 #\u09b0\u09c1\u0982\u09b0\u09be\u0982 \u09aa\u09be\u09b9\u09be\u09dc \u09b8\u09be\u09ae\u09bf\u099f \u0985\u09ad\u09bf\u09af\u09be\u09a8
Thu, 23 Jan, 2025 at 10:00 pm #কির্সতং পাহাড় ও #রুংরাং পাহাড় সামিট অভিযান

আলিকদম, থানচি, বান্দরবন

PORT CITY HALF MARATHON 2025
Fri, 24 Jan, 2025 at 05:30 am PORT CITY HALF MARATHON 2025

Port Stadium

\u0995\u09be\u09aa\u09cd\u09a4\u09be\u0987 \u098f\u09ac\u0982 \u09b0\u09be\u0999\u09be\u09ae\u09be\u099f\u09bf \u09a1\u09c7 \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09c7 Tourist Gang
Fri, 24 Jan, 2025 at 06:00 am কাপ্তাই এবং রাঙামাটি ডে ট্যুরে Tourist Gang

100 East Nasirabad, Chittagong, Chittagong, Chittagong Division, Bangladesh

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events