Advertisement
🌿ফেনী অ্যানিমেল লাভার্স'র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২য় বারের আয়োজিত হচ্ছে ক্যাট শো-০২। ✨ মূলত প্রাণীদের প্রতি ভালোবাসা, সদয় ও সহনশীলতার সচেতনতা সৃষ্টিতে আমরা কাজ করছি। প্রাণীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরী ও তাঁদের স্বাভাবিক চলাফেরায় কোন বাঁধা সৃষ্টি না করাই আমাদের উদ্দেশ্য।
🐈🐱ক্যাট শো কি?🎉
ক্যাট শো মূলত বিড়াল প্রদর্শনী। ফেনীর ৭০-৮০ টা গৃহপালিত বিড়াল এ শো তে অংশ নিবে। বিড়ালদের নানান এক্টিভিটির উপর নির্ভর করে দেয়া হবে পুরস্কার। নিজের পোষা প্রাণী নিয়ে প্রদর্শনীতে যুক্ত থাকবেন অনেকে।
এতে আরো উপস্থিত থাকবেন ফেনীর বিভিন্ন সেক্টরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
🗓️ তারিখ:১৫ জানুয়ারি ২০২৫
🏢 স্থান: মিড টাউন কনভেনশন হল। ফায়ার সার্ভিসের পাশে, ডাক্তার পাড়া ফেনী
🎯 সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
আপনারও আমন্ত্রণ, অনুরোধ নয়, আবদার; আসবেন কিন্তু!
দেখা হবে😊
Advertisement
Event Venue & Nearby Stays
Feni, Feni,Feni, Barisāl, Bangladesh, Comilla