Advertisement
মানব সেবায় হা-মীম সংঘের যাত্রা শুরু ২০০৭ সালের ঠিক আজকের দিনে। সূচনা থেকেই হা - মীম সংঘ বিভিন্ন কল্যানমুলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছে। যার মধ্যে উল্লেখ করার মত কিছু কাজ হলো রক্তদান কর্মসূচি, বিনামুল্যে বৃক্ষ রোপণ ও বিতরণ, প্রকৃতিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করণ,সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ,চিকিৎসা সহায়তা প্রদান, মানবিক সহায়তা প্রদান, দারিদ্র দূরীকরণ কর্মসূচি, প্রাকৃতিক দূর্যোগ সহ বিভিন্ন বিপর্যয়ে ত্রাণ সহায়তা পৌঁছানো,সবার জন্য ন্যায্য মূল্যের বাজার,কর্যে হাসানাহ, শিক্ষা সহায়তা,দাফন সেবা প্রকল্প , হুইল চেয়ার বিতরণসহ আরো নানামুখী কল্যাণমুখী কাজ।২০ বছরে প্রায় ৫০০ বাগ রক্তদান,৫০০০ চারা গাছ বিতরণ,৮ টি সেলাই মেশিন বিতরণ, একাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থদের শিক্ষা সহায়তা প্রদান,কয়েক হাজার পরিবারের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজীয় সামগ্রী বিতরণ,একটি হুইল চেয়ার বিতরণ,
Advertisement
Event Venue & Nearby Stays
গাবতলা,সাতভিটা,মুকসুদপুর,দোহার,ঢাকা।, Dhaka, Dhaka Division, Bangladesh