Advertisement
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলাধীন"বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ"_এর "প্রতিষ্ঠা ও গৌরবের ৪০ বছর" সময় পার করেছে।
কলেজের "প্রতিষ্ঠা ও গৌরবের ৪০ বছর" পূর্তি উদযাপন করা হবে ২দিন ব্যাপী এক বিশাল মিলন মেলার মাধ্যমে। এই মিলন মেলা আয়োজন বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগীতায় থাকবে "বার আউলিয়া কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদ-২০২৪"। উক্ত মিলন মেলার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ০৭/০২/২০২৫ ও ০৮/০২/২০২৫ ইং তারিখ, শুক্রবার ও শনিবার।
উক্ত অনুষ্ঠানে প্রাক্তন সকল ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন
করে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
শুভেচ্ছান্তে-
বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের
প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ২০২৪।
Advertisement
Event Venue & Nearby Stays
বার আউলিয়া কলেজ- Bara Aulia College, Lohagara,Padua, Chittagong, Bangladesh