বাউল সম্রাট ফকির লালন শাঁইজীর ১৩৫তম তিরোধান দিবস এবং লালন মেলা

Fri, 17 Oct, 2025 at 06:00 pm to Sun, 19 Oct, 2025 at 06:00 am UTC+06:00

Fakir lalon Shah Road, 7000 Kushtia, Bangladesh | Rajshahi

Ayna Mohol Kushtia
Publisher/HostAyna Mohol Kushtia
\u09ac\u09be\u0989\u09b2 \u09b8\u09ae\u09cd\u09b0\u09be\u099f \u09ab\u0995\u09bf\u09b0 \u09b2\u09be\u09b2\u09a8 \u09b6\u09be\u0981\u0987\u099c\u09c0\u09b0 \u09e7\u09e9\u09eb\u09a4\u09ae \u09a4\u09bf\u09b0\u09cb\u09a7\u09be\u09a8 \u09a6\u09bf\u09ac\u09b8 \u098f\u09ac\u0982 \u09b2\u09be\u09b2\u09a8 \u09ae\u09c7\u09b2\u09be
Advertisement
লালনের গানে মানুষ ও তার সমাজই ছিল মুখ্য। লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ। তিনি সবকিছুর ঊর্ধ্বে মানবতাবাদকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। তার বহু গানে এই মনের মানুষের প্রসঙ্গ উল্লেখিত হয়েছে। তিনি বিশ্বাস করতেন মনের মানুষের কোন ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ, কূল নেই।
মানুষের দৃশ্যমান শরীর এবং অদৃশ্য মনের মানুষ পরস্পর বিচ্ছিন্ন। সকল মানুষের মনে ঈশ্বর বাস করেন। লালনের এই দর্শনকে কোন ধর্মীয় আদর্শের অন্তর্গত করা যায় না। লালন, মানব আত্মাকে বিবেচনা করেছেন রহস্যময়, অজানা এবং অস্পৃশ্য এক সত্তা রূপে। খাঁচার ভিতর অচিন পাখি গানে তিনি মনের অভ্যন্তরের সত্তাকে তুলনা করেছেন এমন এক পাখির সাথে, যা সহজেই খাঁচা রূপী দেহের মাঝে আসা যাওয়া করে কিন্তু তবুও একে বন্দি করে রাখা যায় না।
লালনের সময়কালে যাবতীয় নিপীড়ন, মানুষের প্রতিবাদহীনতা, ধর্মীয় গোঁড়ামি-কুসংস্কার, লোভ, আত্মকেন্দ্রিকতা সেদিনের সমাজ ও সমাজ বিকাশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সমাজের নানান কুসংস্কারকে তিনি তার গানের মাধ্যমে করেছেন প্রশ্নবিদ্ধ। আর সে কারণেই লালনের সেই সংগ্রামে বহু শিষ্ট ভূস্বামী, ঐতিহাসিক, সম্পাদক, বুদ্ধিজীবী, লেখক এমনকি গ্রামের নিরক্ষর সাধারণ মানুষও আকৃষ্ট হয়েছিলেন।
আধ্যাত্মিক ভাবধারায় তিনি প্রায় দুই হাজার গান রচনা করেছিলেন। তার সহজ-সরল শব্দময় এই গানে মানবজীবনের রহস্য, মানবতা ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। লালনের বেশ কিছু রচনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি ধর্ম-গোত্র-বর্ণ-সম্প্রদায় সম্পর্কে অতীব সংবেদনশীল ছিলেন। ব্রিটিশ আমলে যখন হিন্দু ও মুসলিম মধ্যে জাতিগত বিভেদ-সংঘাত বাড়ছিল তখন লালন ছিলেন এর বিরূদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর।
তিনি মানুষে-মানুষে কোনও ভেদাভেদে বিশ্বাস করতেন না। মানবতাবাদী লালন দর্শনের মূল কথা হচ্ছে মানুষ। আর এই দর্শন প্রচারের জন্য তিনি শিল্পকে বেছে নিয়েছিলেন। লালনকে অনেকে পরিচয় করিয়ে দেবার চেষ্টা করেছেন সাম্প্রদায়িক পরিচয় দিয়ে। কেউ তাকে হিন্দু, কেউ মুসলমান হিসেবে পরিচয় করাবার চেষ্টা করেছেন। লালনের প্রতিটি গানে তিনি নিজেকে ফকির ( আরবি "সাধু") হিসেবে উপস্থাপন করেছেন।
লালন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেনঃ
“লালন ফকির নামে একজন বাউল সাধক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন ধর্মের সমন্বয় করে কী যেন একটা বলতে চেয়েছেন - আমাদের সবারই সেদিকে মনোযোগ দেওয়া উচিত।”
তিনি ১লা কার্ত্তিক ১২৯৭ বঙ্গাব্দ মোতাবেক ১৭ অক্টোবর ১৮৯০ খ্রিষ্টাব্দে মারা যান এবং তিনি বেঁচে ছিলেন ১১৬ বছর।
বিদ্রঃ প্রথমবারের মত জাতীয় ভাবে কুষ্টিয়ায় ফকির লালন সাঁইজির তিরোধান(প্রয়ান) দিবস উপলক্ষে আগামী ১৭,১৮ ও ১৯ অক্টোবর রোজ শুক্র,শনি ও রবিবার ২০২৫ইং পালিত হতে যাচ্ছে । গানে আলোচনায় সাধু ফকির পাগল ভক্ত আসেকানদের বিশাল আগোমনে পদচারণে লালন সাঁইজির আখড়া হয়ে ওঠে মুখরিত। এ জনসংযোগে গ্রামীন মেলা আয়োজিত হয় অনেক মানুষ ভক্ত পাগল আসেকান সাধু গুরুদের আগমনে আনন্দঘন পরিবেশ দেখতে অনুভব করতে আপনারা সবাই আমন্ত্রিত।লালন একাডেমী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এই অনুষ্ঠান পরিচালিত হয়। যদি কোন পরিবর্তন বা পরিবর্ধন হয় আমরা তা জানিয়ে দিবো।
Advertisement

Event Venue & Nearby Stays

Fakir lalon Shah Road, 7000 Kushtia, Bangladesh, Rajshahi, Bangladesh

Sharing is Caring:

More Events in Rajshahi

\u09ac\u09be\u0989\u09b2 \u09b8\u09ae\u09cd\u09b0\u09be\u099f \u09ab\u0995\u09bf\u09b0 \u09b2\u09be\u09b2\u09a8 \u09b8\u09be\u0981\u0987\u099c\u09bf\u09b0 \u09e7\u09e9\u09eb\u09a4\u09ae \u09a4\u09bf\u09b0\u09cb\u09a7\u09be\u09a8 \u09a6\u09bf\u09ac\u09b8
Fri, 17 Oct at 06:00 am বাউল সম্রাট ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস

লালন একাডেমি, ছেঁউড়িয়া, কুষ্টিয়া

3rd LMSC Science Fest 2k25
Fri, 17 Oct at 08:00 am 3rd LMSC Science Fest 2k25

Govt. Laboratory High School Rajshahi

Bio-Xin Presents National Talent Fest 2025
Sat, 01 Nov at 10:00 am Bio-Xin Presents National Talent Fest 2025

University of Rajshahi

North Bengal Model United Nations Season IV
Fri, 07 Nov at 08:00 am North Bengal Model United Nations Season IV

University of Rajshahi , 6205 Rajshahi, Bangladesh

Thanksgiving Dinner Raffle
Mon, 10 Nov at 12:00 pm Thanksgiving Dinner Raffle

༆𝓕𝓪𝓬𝓮𝓫𝓸𝓸𝓴 ༒𝓥𝓘𝓟 ༒𝓪𝓬𝓬𝓸𝓾𝓷𝓽 ༆ ༆𝓕𝓪𝓬𝓮𝓫𝓸𝓸𝓴 ༒𝓥𝓘𝓟 ༒𝓪𝓬𝓬𝓸𝓾𝓷𝓽 ༆

RUDF Nationals 2025
Fri, 14 Nov at 09:00 am RUDF Nationals 2025

University of Rajshahi , 6205 Rajshahi, Bangladesh

Rajshahi is Happening!

Never miss your favorite happenings again!

Explore Rajshahi Events