Advertisement
সুধী,বিহার বাঙালি সমিতি, পাটলিপুত্র শাখা, এ বছরের মত আগামি বছরও ৯ই মার্চ, ২০২৫ তারিখে (রবিবার) সারাদিনব্যাপী ‘বাংলা মেলা’র আহ্বান করেছে। মেলা হবে পাটনায় খাজাঞ্চি রোডে অবস্থিত রামমোহন রায় সেমিনারির প্রাঙ্গণে। সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের উৎসাহ, উদ্দীপনাময় উপস্থিতি ও সহযোগিতায় বর্ণাঢ্য হবে আমাদের সরস সংস্কৃতি উদযাপন।
মেলা উপলক্ষে এবছরও একটি ‘স্মরণিকা’ প্রকাশিত হবে। স্মরণিকা শোভিত করবে আপনাদেরই সাহিত্য-প্রয়াস এবং বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্খীদের দান। তাই ১৫ই জানুয়ারির মধ্যে আপনার শ্রেষ্ঠ রচনা-প্রয়াসটি ‘স্মরণিকা’র সম্পাদকমণ্ডলীর কাছে পাঠান।
(তবে অনুরোধ, যুগের দাবি অনুসারে রচনাটি ওয়র্ড-ফাইলে অথবা মেইলের ইনলাইনে টাইপ করে পাঠাবেন; হোয়াটস্যাপে টাইপ করেও পাঠাতে পারেন, তবে হাতে লেখা, ইমেজ বা পিডিএফ পাঠাবেন না)।
এগিয়ে আসুন। নিজের মাতৃভাষা বাংলায় হৃদয় উজাড় করে লিখুন।
যোগাযোগঃ
9835214172, 9546164076
[email protected]
[email protected]
Advertisement
Event Venue & Nearby Stays
Adalatganj, Patna, India