আমাদের বইখোর ক্লাবের জানুয়ারির বৈঠকের (১৯শে জানুয়ারি) বিষয়বস্তু ছিল: HISTORY OF THE TANTRIC RELIGION by N.N. Bhattacharyya
আমাদের ফেব্রুয়ারি মাসের বৈঠক হবে আগামী ২৩শে ফেব্রুয়ারি।
আমাদের পরবর্তী বৈঠকের বিষয়বস্তু বেছে নিয়েছেন আমাদের পরবর্তী সেশনের মডারেটর মধুরিমা চক্রবর্তী আর তা হ'ল-- পূর্ণেন্দু পত্রীর কাব্যোপন্যাস "কথোপকথন"।
সিলেবাসের বইটির পিডিএফ পাওয়া যাবে এই লিঙ্কটি থhttps://tinyurl.com/boikhorclub
তাহলে আর দেরী কেন? পড়তে শুরু করুন আর আগামী ২৩শে ফেব্রুয়ারি চলে আসুন আমাদের বইখোর ক্লাবের আড্ডায়।
কোনো কারণহেতু যদি মুখোমুখি আড্ডায় আসা সম্ভব না হয় তবে আছে অনলাইনে আড্ডার সুযোগও; তার জন্য আপনাকে ইভেন্টের দিন নির্দিষ্ট সময়ে এই লিঙ্কে ক্লিক করে অনলাইন মিটিং জয়েন করতে হhttps://meet.google.com/njg-dwro-sgo
আর বইখোর পেজটাhttps://www.facebook.com/bookclubhyd/) লাইক করে রাখলে ইভেন্টের খবর বা অন্য খবর পেয়ে যাবেন।
_______________________________
পুনশ্চঃ আমাদের আড্ডা সবার জন্য সম্পূর্ণ উন্মুক্ত শুধু সশরীরে এসে হাজির হ'লেই হ'ল। এবং কোনোরকম অর্থনৈতিক লেনদেনের ব্যাপার (মেম্বারশিপ ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি) বা অন্য কোনোরকম বাধানিষেধ এখানে নেই।
শুধু নির্দিষ্ট দিনে আড্ডার ঠিকানায় চলে এলেই হ'ল-- ব্যস; এইটুকুই।
বই মুক্তচিন্তায় উদ্বুদ্ধ করে তাই আমরাও মুক্ত-আড্ডায় বিশ্বাসী।
বইপড়ুয়ারা আসুন আমাদের আড্ডায় এইটুকুই আমরা চাই...কে (বেঃ েকেঃ
Event Venue
To Be Decided, Hyderabad, India
INR 0.00