Advertisement
ফেসবুক পরিক্রমায় শচীন্দ্রনাথ রানা।আমার এই স্লটে কিছু
লেখা রয়ে গিয়েছে, এবং
বেশ ভাল ভাবেই সন্নিবেশিত
করা আছে।
আমি যেমন ভাবে যেদিনে বা
সময়ে পেয়েছি সেই ভাবে প্রকাশ
করতে মনস্থ করছি। তাই সেইরকম ভাবেই শুরু করলাম
শুভ কামনায় বন্ধু।
শচীন্দ্রনাথ রানা।
22:47 04/04 /2019
ছোট্ট একটি শব্দের ব্যঞ্জনা।
"ভালবাসি তোমায়"
রবির কিরণ মাখা প্রথম রৌদ্রস্নাত দিনের শুরু।
প্রথম চোখে চোখ প্রলাপ
বিলাপ আনকোরা সংলাপ
সব বুঝি আর কারো নয় 'তোমার'
পাহাড় চূড়ায় দিগন্ত বিস্তৃত বনানীর সৌন্দর্য এক মোহময়তা
হে সৃষ্টি কর্তা মহামহিম তোমার
অংগুলি হেলনে এ অপার সৌন্দর্য গ্ৰহন করার অবকাশ
সেও তোমার।
দান বা অনুদান এই একটা জীবনে কোনমতেই জানিনা
ধরে রাখতে পারবে কিনা,তবে
তোমার কৃপা ধন্য হোয়ে যদি যাই
সো অহম্ সেই আমি কোন আর
ফারাক থাকে না।
আমি তোমার আশীষের ভালবাসায় ভরে যাই আর ভরিয়ে দিতে পারি অনায়াস
পবিত্রতায়।
শুভায় ভবতু। শুভ সকাল।
প্রতি উত্তরে তপন কুমার নাগ।
সুন্দর বলেছেন। আপনার ভাবনায় সাথে কন্ঠ মিলিয়ে বলি"
"সো অহম্ " শুভ সন্ধ্যা।
আমি উত্তরে জানাই।
--বিমোথিত ভাল লাগা তোমায়
জানালাম
বিপ্লবের কবিতা এবার।
"মাড় ভাতের গল্প।"
কবিতার খাতায় মাত্র তিনটি কবিতা। হা হা অকবিতায় ভরে আছে বাকি সব পাতা।
ভাললাগা যদি প্রথমে কবিতা হয়, দ্বিতীয়টি র শিরোনামে
ভালবাসা রয়।
তারপর কয়েকটি পাতা
শুধু লেখা অসংখ্য অকবিতা।
একেবারে শেষ পাতায় দেখি
বিরহের ডোরে ন্যাতানো কবি
লিখেছেন ভেদবমি
স্বভাবি কলমে অভাবি জঠরে
প্রীতি নয় প্রেম নয়,
ঘৃনা.., শুধু ঘৃনা।
(যেমনটি ছিল,তেমনটি লিখলাম) শচীন রানা।
আজকের মত এতটাই।
04/05/2019
Advertisement
Event Venue & Nearby Stays
Kendujhar, Keonjhar, Rairangpur, India