Advertisement
তিনি গল্পের জাদুকর!একই সাথে কবিতা,গান,উপন্যাস,নাটক ও চলচ্চিত্র পরিচালনায় ও ছিল তাঁর সবাইকে মন্ত্রমুগ্ধ করার অভূতপূর্ব ক্ষমতা। বইবিমুখ আমাদের তিনি বই পড়তে ও কিনতে শিখিয়েছিলেন। হুমায়ূন আহমেদ লিখেছিলেন,'বনের পাখি উড়ে যায় কিন্তু মায়া পড়ে থাকে। মায়ার কষ্ট ভয়ঙ্কর কষ্ট।’ তিনি কি জানেন বাংলার পাঠককুল এখনো তাঁর লেখনীর মায়ায় বাঁধা? চলে যাওয়ার পরেও তিনি রেখে গেছেন 'প্রিয় পদরেখা',যার সম্মোহনী মায়ায় আমরা এখনো খুঁজে ফিরি তাঁকে!
১৩ই নভেম্বর তাঁর জন্মদিন। এই উপলক্ষ্যে ‘পড়ুয়ার আসর’ আয়োজিত এক বিশেষ স্মরণসভায় আপনাদের সাদর আমন্ত্রণ।
আসুন সুর ও ছন্দে,গদ্য ও পদ্যে তাঁকে খুঁজে নেই নতুন করে।
Advertisement
Event Venue & Nearby Stays
Macquarie Links International Golf Club, 23 Macquarie Links Dr,Sydney,NSW,Australia, Liverpool