Advertisement
রহস্যে ঘেরা বান্দরবানের আন্ধারমানিক ট্রেকিং যাচ্ছি ৯ এপ্রিল রাতে। বান্দরবানের গহীনে লুকিয়ে থাকা তেমনি শান্ত, সুন্দর, শীতল গন্তব্যের নাম আন্ধারমানিক। সাঙ্গু নদীর উজানে যেখান থেকে সাঙ্গু রিজার্ভ ফরেস্টের শুরু ঠিক সেখানটায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে থাকা নামের মতই রহস্যময় নারিশ্যা ঝিরির পরিবেশ। এই নৈসর্গিক সৌন্দর্যময় স্থানটি নিজের চোখে না দেখলে অনুভব করতে পারবেন না এর বিশালতা। সূর্যের আলো কম পৌঁছার কারণে জায়গাটি সবসময় অন্ধকার দেখা যায়। সম্ভবত এই কারণেই এর নাম হয়েছে আন্ধারমানিক।আন্ধারমানিক পাড়া আর নারিশ্যা পাড়ার সাথেই নারিশ্যা ঝিরি, ঝিরির দুই পাশে ৫০-৬০ ফুটের উচু পাহাড়ের দেয়াল। কোথাও কোমড় সমান পানি আবার কোথাও গলা সমান। এর মধ্য দিয়ে হেটে যেতে অন্য রকম এক অনুভূতি কাজ করে। নারিশ্যা ঝিরি যাওয়ার সময় যে পাড়া খাল ঝিরি গুলো পড়ে এগুলো খুবই রোমাঞ্চকর।বান্দরবানের মদকে এর অবস্থান।
প্রকৃতি অপার্থিব রুপে নিজেকে সাজিয়ে তুলেছে। পাড়াগুলো এমন সুন্দর যে সকালের ভিউ একরকম, আবার বিকালের ভিউ আরেকরকম। মাইকোয়া পাড়া থেকে সকালে ছবির মত মেঘের মেলা দেখা যায়। প্রায় ২০০০ ফুট উপরে এই পাড়াটি অবস্থিত, ৪-৫ দিন লাগে মোট যাওয়া আসাতে, কয়েকদিকের ট্রেইল দিয়ে যাওয়া যায় সেখানে। আমার এখন দৌড়ে অল্প সময়ে সব দেখে ফেলার চেয়ে ভীড় এড়িয়ে সময় নিয়ে ঘুরে ঘুরে দেখার ইচ্ছে। তাই ঈদের ছুটি শেষ হলেই যাওয়ার ইচ্ছা।
যা যা দেখবো:
*আন্ধারমানিক পাড়া
* থানকোয়াইন ঝর্ণা
* পালংখিয়াং ঝর্ণা
* লাদমেরাগ ঝর্ণা
* নারিশ্যা ঝিরি
* তৈন খাল ,খুম
* পাহাড়ি পাড়া
যাত্রা - ৯ এপ্রিল
থাকা - ৪-৫ রাত
খরচ - আনুমানিক ৬/৭ হাজার
খাওয়া - আদিবাসী পাড়ায়
বিস্তারিতও আসছে .........
Advertisement
Event Venue & Nearby Stays
নারিশ্যা ঝিরি, বান্দরবান ফার্নিচার মার্ট, Cda Avenue, চট্রগ্রাম, বাংলাদেশ,Chittagong, Bangladesh