Advertisement
যুক্তির মঙ্গল প্রদীপের আলোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনকে অবিরত আলো প্রদানকারী এক সত্ত্বা কবি জসীম উদদীন হল ডিবেটিং ক্লাব। মুক্তচিন্তার ধারক এই প্রতিষ্ঠানটি ‘বিতর্কে বিম্বিত স্বাধীনতা’ স্লোগানকে ধারণ করে পাড়ি দিয়েছে বহু বন্ধুর পথ। এ পথচলায় পল্লীমাটিকে উপহার দিয়েছে এক ঝাঁক আলোকিত তরুণ। এমনই একঝাঁক আলোকিত তরুণের হাত ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দেয়া এবং মুক্তবুদ্ধির চর্চার পথকে সুগম করার লক্ষ্যে যে পল্লীকবি আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার আবির্ভাব ঘটে, সেই পরম্পরাকে গভীর মমতায় এক যুগ ধরে আকড়ে ধরে আছে কবি জসীম উদদীন হল ডিবেটিং ক্লাব পরিবার। ঐতিহ্য,পরম্পরা আর মমতার এই উৎসবে আপনাকে নিমন্ত্রণ।প্রতিযোগিতার নিয়মাবলি-
১. প্রতিযোগিতার বিভাগ – আন্তঃক্লাব (বিশ্ববিদ্যালয় পর্যায়)
২. বিতর্ক সংসদীয় পদ্ধতিতে হবে।
৩. নিবন্ধনের অগ্রাধিকারক্রমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ৩২টি টিম প্রতিযোগিতার জন্য নির্বাচিত হবে।
৪. যেকোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগভিত্তিক কোনো ক্লাবকে নিবন্ধনে নিরুৎসাহিত করা হচ্ছে।
৫. বিতর্কের ধরন: প্রথম রাউন্ড নকআউট, নকআউটে বিজয়ী ১৬টি দল নিয়ে ৩ রাউন্ড ট্যাব, প্রি-সেমিফিনাল ব্রেক।
- প্রাক-নিবন্ধন লিংক: https://forms.gle/5koHv2SHDcG3iv976
- রেজিস্ট্রেশন ফি: বিতর্ক দল : ৫০০ টাকা
- নিবন্ধনের শেষ দিন: ১৫ অক্টোবর ২০২৪ ইংরেজি
প্রয়োজনে-
মাসুম আব্দুল্লাহ
সাধারণ সম্পাদক
কবি জসীম উদদীন হল ডিবেটিং ক্লাব, ঢাবি
01864-888242
https://www.facebook.com/masum.abdullah.5686?mibextid=JRoKGi
তাজিনুর রহমান
সভাপতি
কবি জসীম উদদীন হল ডিবেটিং ক্লাব, ঢাবি
+8801746-604565
https://www.facebook.com/tazinur.rahman55?mibextid=JRoKGi
Advertisement
Event Venue & Nearby Stays
Kabi Jasimuddin Hall, DU, Kabi Jasimuddin Hall, Du, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh