Advertisement
"বই, মাটি, ভাষা আর ভালোবাসা- পঁচিশতম বসন্তে প্রত্যাশা!" বই—যেখানে তুলে ধরা হয় আমাদের কথাগুলো, বাংলার কথাগুলো, বাংলার মাটির কথাগুলো।
পহেলা ফাগুন—যেখানে আছে ভালোবাসা, আছে বাসন্তী রাঙা হাসি।
মাতৃভাষা— শিঁকড়ের সাথে জুড়ে থাকার অন্যতম মাধ্যম।
এই তিনেই মিলেমিশে যখন এক উৎসব হয়ে দাঁড়ায়, তখন প্রবাসের মাটিও হয়ে ওঠে নীল আকাশে ভাসা এক টুকরো বাংলাদেশ। রজতজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে প্রত্যাশা শুধু তার বয়স গোনে না— বরং গণনা করে আপনাদের ভালোবাসা, উপস্থিতি, আর কতটা গভীরভাবে আমরা বাংলাদেশ বুকে ধারণ করি!
২৫-বছরের যাত্রায় প্রত্যাশা আজ শুধু একটি সংগঠন নয়—এটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে থাকা ঐতিহ্য, সংস্কৃতি আর ভালোবাসার এক আলোক-বাহন। উৎসবের এই দিনে রজত-আলোয় উদ্ভাসিত হবে সেই গৌরবময় পথচলার গল্পগাথা। আপনাদের সকলকে এই বর্ণিল উৎসবে আন্তরিক আমন্ত্রণ।
এই উৎসবের সন্ধ্যাকে আরও স্মরণীয় করে তুলতে থাকবে এক বিশেষ র্যাফেল ড্র—
যেখানে ভাগ্যের টানে কারও জন্য খুলে যেতে পারে স্বদেশ যাবার দরজা।
প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি হেলসিংকি–ঢাকা–হেলসিংকি এয়ার টিকিট (Turkish Airlines)!
প্রত্যাশার প্রতিটি আয়োজন ছিল আপনাদের জন্য কখনও কোনো মূল্য ছাড়াই। কিন্তু এই বছরের রজতজয়ন্তী উদযাপনের ভেন্যু খরচ অনেক বেশি হওয়ায় আমাদের টিকিট মুল্য রাখতে হচ্ছে। আপনাদের এই সামান্য অথচ আন্তরিক সহযোগিতা এই অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে আয়োজন করতে বড় ভূমিকা রাখবে। আমাদের বিশ্বাস, আপনাদের আন্তরিকতা ও সমর্থন আগের মতোই আমাদের সঙ্গে থাকবে।
চলুন, আমরা একসাথে উদযাপন করি বই, বসন্ত, মাতৃভাষা, ভালোবাসা এবং প্রত্যাশার ২৫ বছরের গল্প।
পূর্ববর্তী পোস্ট গুলো তে আপনাদের আন্তরিক সাড়া পাবার পর আজ আমরা ইভেন্ট পেইজ প্রকাশ করতে পেরে ভীষণ আনন্দিত! খুব শীঘ্রই পৃথক পোস্টের মাধ্যমে টিকিট কেনার লিংক ও নির্দেশনা আপনাদের জানিয়ে দেওয়া হবে।
আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি আপনাদের সাথে প্রত্যাশার রজতজয়ন্তী উৎসব উদযাপনের জন্য।
বরাবরের মত সাথে থাকুন!
সময়ঃ
বইমেলাঃ ১৫:০০ - ১৮:০০
সাংস্কৃতিক অনুষ্ঠানের গেইট খুলবে: ১৮:০০
সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র: ১৮:৩০-২০:৩০
স্থানঃ
এস্পো কালচারাল সেন্টার
Espoo Cultural Center (Kulttuuriaukio 2, 02100 Espoo, Finland)
তারিখঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
Advertisement
Event Venue & Nearby Stays
Espoo cultural centre, Aimo Park, Tapiontori 3, FI-02100 Espoo, Suomi, Espoo, Finland
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.









