নেটওয়ার্কের বাহিরে দুই পা ফেলিয়া

Thu, 16 Oct, 2025 at 11:00 pm to Sat, 18 Oct, 2025 at 08:00 pm UTC+06:00

লামা,বান্দরবান | Chittagong

\u09a8\u09c7\u099f\u0993\u09df\u09be\u09b0\u09cd\u0995\u09c7\u09b0 \u09ac\u09be\u09b9\u09bf\u09b0\u09c7  \u09a6\u09c1\u0987 \u09aa\u09be \u09ab\u09c7\u09b2\u09bf\u09df\u09be
Advertisement
"নেটওয়ার্কের বাহিরে দুই পা ফেলিয়া"
বান্দরবানের লামা উপজেলার প্রকৃতি সৌন্দর্যের
এক অপার ভান্ডার। এখানে মাতামুহুরি নদী, হোয়াইট পাহাড় এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্য মিলেমিশে এক স্বর্গীয় আবহ তৈরি করেছে।
লামার বুক চিরে বয়ে গেছে মাতামুহুরি নদী। এর স্বচ্ছ শীতল জলধারা পাহাড়ি জনপদকে জীবন দিয়েছে। নদীর দু’পাশে সবুজ বনভূমি, ছোট ছোট পাহাড়ি ঢাল আর স্থানীয়দের জনবসতির দৃশ্য এক অনন্য সৌন্দর্যের জন্ম দেয়। ভোর কিংবা সন্ধ্যায় নদীর ধারে দাঁড়ালে মনে হয়, প্রকৃতির বুকে যেন এক শান্ত ও স্নিগ্ধ সুর বাজছে।
লামার অন্যতম আকর্ষণ হলো হোয়াইট পাহাড়।
চারপাশে অবারিত সবুজ বন, পাহাড়ি ঝর্ণা, ঝোপঝাড় আর পাখির ডাক লামার প্রকৃতিকে আরও জীবন্ত করে তোলে। বর্ষার বৃষ্টিতে শরতে এখানে নদী, পাহাড়ি ট্রেইল ও ঝর্ণাগুলো প্রাণ ফিরে পায়।
প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষদের কাছে এই পাহাড় সত্যিই বিস্ময়ের। ভোরে সূর্য ওঠার সময় কিংবা বিকেলের লালচে আকাশের পটভূমিতে এই পাহাড় ও নদী অপূর্ব দৃশ্য উপহার দেয়। সব মিলিয়ে লামা উপজেলা—মাতামুহুরি নদী, হোয়াইট পাহাড় ও প্রাকৃতিক দৃশ্যাবলী— প্রকৃতি ও ভ্রমণপ্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য।
দুই পা ফেলিয়া গ্রুপ এই অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে যাচ্ছে। আমাদের ক্যাম্প সাইট হবে মাতামুহুরি নদীর পাড়ে হোয়াইট পাহাড়ে। এই ভ্রমণে কোন হাঁটার কষ্ট নেই, নেটওয়ার্ক এর বাহিরে থেকে শুধুই প্রকৃতিকে অনুভব করা। তবে ক্যাম্প সাইটের কাছেই এক ঘন্টার একটা ট্রেইল আছে, কেউ ইচ্ছে করলে ঘুরে আসতে পারবেন।
ভ্রমণকাল: দুই রাত, দুই দিন।
তারিখ: ১৬ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত।
১৬ অক্টোবর রাত ১১টায় আমরা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে রওয়ানা দিবো এবং ১৮ অক্টোবর সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবো। ১৮অক্টোবর রাত ৯/১০টায় ঢাকায় পৌঁছে যাবো, ইনশা আল্লাহ!
পরিবহন: রিজার্ভ অথবা পাবলিক নন এসি চেয়ার কোচ বাস, সিএনজি ও নৌকা।
আবাসন: ৮/৬ জন গ্রুপে জুম ঘর/ পড হাউস/তাঁবু ইত্যাদি।
কমন ওয়াশরুম (হাই কমোড)
খাবার:
সকালের নাস্তা দুই বেলা---
(পারাটা, ডালভাজি, ডিম ভাজি অথবা চিকেন খিচুড়ি, ডিম কারি।)
দুপুরের এক বেলা---
(সাদা ভাত,ডাল,ভর্তা,দেশি মুরগি অথবা মাছ।)
সন্ধা: মুড়ি মাখা বা চা-বিস্কুট।
রাতের এক বেলা----
(রাত: বারবিকিউ,পরটা অথবা ভাতের আইটেম।)
বাসের যাত্রাবিরতিতে যে-কোন খরচ নিজ দায়িত্বে করতে হবে।
মোট ফি জনপ্রতি ৩৯০০/- (তিন হাজার নয়শো টাকা)
এন্ট্রি ফি জনপ্রতি ২৫০০/- (অফেরতযোগ্য)।
অবশিষ্ট ১৪০০ টাকা ৫ অক্টোবরের মধ্যে পরিশোধ করতে হবে।
এন্ট্রি ফি জমা দেওয়ার শেষ সময়: ১০ অক্টোবর পর্যন্ত। তবে ১০ অক্টোবরের পূর্বে সিট পূরণ হয়ে গেলে বুকিং বন্ধ করে দেওয়া হবে।
এন্ট্রি ফি জমা দেওয়ার ক্রমানুসারে বাসে আসন বিন্যাস করা হবে। তবে সিনিয়র সিটিজেন এবং শিশুদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইচ্ছে করলে আপনিও সপরিবারে সঙ্গী হতে পারেন।
সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই খুব ভালভাবে বিস্তারিত পড়ে নিবেন। প্রায় ২৪/২৬ ঘন্টার মতো নেটওয়ার্ক এর বাহিরে থাকতে হবে।
ইভেন্ট ফি পাঠানোর মাধ্যম:
01678170471 (Personal)
বিকাশ/নগদ (খরচসহ পাঠাতে হবে)
ব্যাংক একাউন্ট:
Dutch Bangla Bank Ltd.
Shantinagar Branch
Mohammad Ripon Mia
Account Number: 1081010076982
প্রয়োজনে যোগাযোগ--
01678170471 (WhatsApp)
01711947633 (WhatsApp)
Advertisement

Event Venue & Nearby Stays

লামা,বান্দরবান, Lama,Bandarban, Chittagong, Bangladesh

Sharing is Caring:

More Events in Chittagong

follow me
Thu, 16 Oct at 01:00 pm follow me

Ukhiya, Cox's Bazar, Chittagong Division, Bangladesh

\u09ac\u09a8\u09cd\u09a7\u09c1
Thu, 16 Oct at 01:00 pm বন্ধু

নোয়াখালী - Noakhali

\u2764\ufe0f\u2764\ufe0f
Thu, 16 Oct at 01:00 pm ❤️❤️

Chattogram, Chittagong, Chittagong Division, Bangladesh

ajmir
Thu, 16 Oct at 01:00 pm ajmir

Dulahazara, Chakaria, Cox's Bazar.

\u09ac\u09be\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09be\u09a8 (\u09e8\u09ea)
Thu, 16 Oct at 05:04 pm বান্দরবান (২৪)

Bandarban - Nilgiri - Nilachol - Meghla

\u09e8\u09e6\u09a4\u09ae \u09b6\u09c1\u09ad \u09a6\u09be\u09a8\u09cb\u09a4\u09cd\u09a4\u09ae \u0995\u09a0\u09bf\u09a8 \u099a\u09c0\u09ac\u09b0 \u09a6\u09be\u09a8
Thu, 16 Oct at 05:30 pm ২০তম শুভ দানোত্তম কঠিন চীবর দান

Chitrasen Boidya Para, 2 no ward, Bandarban Municipality, Balaghata, Bandarban, Bandarban, Chittagong Division, Bangladesh

\u0995\u09be\u09aa\u09cd\u09a4\u09be\u0987 \u098f\u09ac\u0982 \u09b0\u09be\u0999\u09be\u09ae\u09be\u099f\u09bf \u09a1\u09c7 \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09c7 Tourist Gang | \u09e7\u09ed \u0985\u0995\u09cd\u099f\u09cb\u09ac\u09b0 ,\u09e8\u09e6\u09e8\u09eb|
Fri, 17 Oct at 06:00 am কাপ্তাই এবং রাঙামাটি ডে ট্যুরে Tourist Gang | ১৭ অক্টোবর ,২০২৫|

100 East Nasirabad, Chittagong, Chittagong, Chittagong Division, Bangladesh

Training ON EPZ Labor Rules 2022
Fri, 17 Oct at 09:00 am Training ON EPZ Labor Rules 2022

K B Aman Ali Road, Chawakbazar, Chittagong, Chittagong Division, Bangladesh

\u0995\u09cd\u09b0\u09bf\u09b8\u09a4\u0982-\u09b0\u09c1\u0982\u09b0\u09be\u0982 \u09b8\u09be\u09ae\u09bf\u099f\u09c7 \u099f\u09bf\u09ae- The Tour Bees(\u09ef)
Fri, 17 Oct at 11:00 pm ক্রিসতং-রুংরাং সামিটে টিম- The Tour Bees(৯)

ক্রিসতং পাহাড় / Kristong Mountain

Bandarban Hill Half Marathon - 2025      Season 2
Sat, 18 Oct at 05:30 am Bandarban Hill Half Marathon - 2025 Season 2

Bandarban Rajar Math, Bandarban Sodor, Bandarban.

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events