Advertisement
ইয়ং নাট্য সংস্থার প্রাক - রজতজয়ন্তী বর্ষ উদযাপণ ও 'নাটক নাটক খেলা'র বিশ বছর পদার্পণে নিবেদন
'নাটক নাটক খেলা : শিশু নাটকের মেলা'
১১ জানুয়ারী ও ১৩ই জানুয়ারী,২০২৬
১১ই জানু: রবিবার'২৬
সারাদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা
।। সকাল ১০টা।।
বসে আঁকো প্রতিযোগিতা
▪️বিভাগ - ক
(বয়সসীমা ৭ বছর পর্যন্ত)
বিষয় - রঙ ভরো
সময় সীমা : ১ঘ:
▪️বিভাগ - খ
(বয়স সীমা ৮ - ১২ বছর পর্যন্ত)
*বিষয় - যেমন খুশি আঁকো*
সময়সীমা : ১ঘ:৩০মি:
▪️বিভাগ - গ
(বয়স সীমা ১৩ - ১৮ বছর)
বিষয় - স্বামী বিবেকানন্দর স্মরণীয় ঘটনা
সময় সীমা : ১ঘ:৩০মি:
1) যেমন খুশি সাজো
বিভাগ - ক
(বয়স সীমা ৭ বছর পর্যন্ত)
সময়সীমা : ৩ মি:
2) যেমন খুশি অভিনয় করো
বিভাগ - খ
(বয়স সীমা ৮ - ১২ বছর পর্যন্ত)
সময়সীমা : ৩ মি:
3) তাৎক্ষণিক অভিনয় -১
বিভাগ - গ
(বয়সসীমা ১৩ - ১৮ বছর)
বিষয় : প্রতিযোগিতার দিন লটারীর মাধ্যমে জানানো হবে
সময়সীমা : ৫ মি:
4) তাৎক্ষণিক অভিনয় - ২
বিভাগ : ঘ (সর্বসাধারণ)
সময় সীমা : ৫ মিনিট
বিষয় : প্রতিযোগিতার দিন লটারির মাধ্যমে জানানো হবে
স্থান : পি. ডব্লিউ. ডি. স্ট্যাগ ইয়ার্ড* (ফায়ার ব্রিগেড রাস্তায় চার্চের পাশে)
*নিয়মাবলী ও জ্ঞাতব্য বিষয় -
▪️ সকল বিভাগের প্রবেশ মূল্য ৩০ টাকা
▪️একজন প্রতিযোগী একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে পারবে।
▪️নাম জমা দেবার শেষ তারিখ : ৭ই জানুয়ারি ২০২৬
▪️সকল বিভাগের
অংকনের জন্য পেপার দেওয়া হবে
▪️অংকনের অন্যান্য সামগ্রী সকলকে নিয়ে আসতে হবে।
▪️সর্বসাধারণ বিভাগ ব্যতীত অন্যান্য সকল বিভাগের প্রতিযোগীদের আবেদনপত্রের সাথে বয়সের প্রমাণপত্র (আধার/ জন্ম সার্টিফিকেট) জমা দিতে হবে।
▪️ প্রতিযোগীর বয়সসীমা পেরিয়ে গেলে, পরবর্তী গ্রুপের প্রতিযোগী হিসেবে তাকে গণ্য করা হবে।
▪️'যেমন খুশি সাজো' ও অন্যান্য অভিনয় বিভাগের প্রতিযোগীদের, প্রস্তুত হয়ে আসতে হবে।
▪️'তাৎক্ষণিক অভিনয়' এর প্রতিযোগীদের, বেলা ১১ টায় রিপোর্ট করতে হবে। অংশগ্রহণকারী সকলের উপস্থিতিতে 'অভিনয়ের বিষয়' লটারির মাধ্যমে প্রদান করা হবে।
▪️বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত
▪️বিশেষ কারণবশত: প্রতিযোগিতার স্থান ও তারিখ পরিবর্তন হতে পারে।
▪️ দ্রুত ফর্ম সংগ্রহ করুন
যোগাযোগ - 9475242252/ 9674229889/
9563466866/
9064997831
Advertisement
Event Venue & Nearby Stays
Suri Birbhum West Bengal, Suri, India, Durgapur
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.






