Advertisement
"৭৫৩ একরের সবুজ মতিহারে নবীনের উচ্ছ্বাস এবং প্রবীণের আলোকিত জ্ঞান; দু’য়ে মিলে জুম-পাহাড়ে ছড়িয়ে পড়ুক জ্ঞানের মশাল"
রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।
সুধী,
অতি আনন্দের সহিত জানাচ্ছি যে, প্রতি বছরের ধারাবাহিকতায় এইবারেও "রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার" কর্তৃক "নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ২০২৫" আয়োজিত হতে যাচ্ছে। আগামী ১১ই ডিসেম্বর, ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের আদিবাসী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এর আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর, স্বার্থক ও প্রাণবন্ত করে তুলবে এবং আমাদের অনুপ্রেরণা যোগাবে৷
📌 স্থান : শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়
🗓️ তারিখ : ১১ই ডিসেম্বর, ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার
⏱️ সময় : বিকাল ০৩:০০ ঘটিকা
ধন্যবাদান্তে,
রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার।
Advertisement
Event Venue & Nearby Stays
শহীদ সুখরন্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক মিলনায়তন_টিএসসিসি ভবন, শহীদ সুখরন্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক মিলনায়তন_টি.এস.সি.সি ভবন,Rajshahi, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.






