নতুন বছরে এথিক এর হাঁড়ি ফাটিবে। রচনা: উৎপল দত্ত। নির্দেশনা: মিন্টু সরদার

Mon, 05 Jan, 2026 at 07:00 pm

জাতীয় নাট্যশালা,বাংলাদেশ শিল্পকলা একাডেমি। | Dhaka

\u098f\u09a5\u09bf\u0995 - \u098f\u09b8\u09cb \u09a5\u09bf\u09df\u09c7\u099f\u09be\u09b0 \u0995\u09b0\u09bf
Publisher/Hostএথিক - এসো থিয়েটার করি
\u09a8\u09a4\u09c1\u09a8 \u09ac\u099b\u09b0\u09c7 \u098f\u09a5\u09bf\u0995 \u098f\u09b0 \u09b9\u09be\u0981\u09dc\u09bf \u09ab\u09be\u099f\u09bf\u09ac\u09c7\u0964 \u09b0\u099a\u09a8\u09be: \u0989\u09ce\u09aa\u09b2 \u09a6\u09a4\u09cd\u09a4\u0964 \u09a8\u09bf\u09b0\u09cd\u09a6\u09c7\u09b6\u09a8\u09be: \u09ae\u09bf\u09a8\u09cd\u099f\u09c1 \u09b8\u09b0\u09a6\u09be\u09b0
Advertisement
নতুন বছরের প্রথম প্রদর্শনী!!
আগামী ৫ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে নাট্যদল এথিক এর অন্যতম সমাদৃত মঞ্চ প্রযোজনা উৎপল দত্ত'র কালজয়ী নাটক হাঁড়ি ফাটিবে। নতুন আঙ্গিকে নাটকটি নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার এবং সহযোগী নির্দেশক মনি কানচন।
নাটকটির ৯৬তম প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে।
টিকেট পাওয়া যাবে শো এর আগে বিকাল ৫টা থেকে হল কাউন্টার ।
টিকেট মূল্য: ৫০০, ৩০০ ও ২০০ টাকা
?অগ্রীম টিকেট: ০১৭০৯ ৩৩২৮৩৯
?অনলাইন বুকিং: https://forms.gle/6YLWW2XQ8Jpe3HKa9
?হাঁড়ি ফাটিবে নাটকটি মূলত সমাজের উপর তলার বিভিন্ন স্তরের মানুষের কুৎসিত ও অন্ধকার জীবনের মুখোশ উন্মোচন করার এক রোমাঞ্চকর অভিযানের গল্প । দূর্দান্ত অভিনয় সমৃদ্ধ নাটকটিতে অভিনয় করেছেন;
হাসান রিজভী, ভাবনা হাসান, সুকর্ন হাসান, তারেক চৌধুরী রিমন, মনি কানচন, অপ্সরা আফনান, আজিম উদ্দিন, নাহিদ মুন্না, প্রদীপ কুমার, রায়হান রাফি, ইবনে মবিয়া, আবীর বাবু ও মিন্টু সরদার।।
নাটকের আলোক পরিকল্পনা করেছেন ঠাণ্ডু রায়হান, মঞ্চ ও আবহ বিন্যাস মিন্টু সরদার, পোষাক আনিস আনন্দ, রূপ সজ্জায় শুভাশিষ দত্ত তন্ময় এবং প্রচ্ছদ পথিক পলাশ।।
সকলকে নাটক দেখার আমন্ত্রণ।।
Advertisement

Event Venue & Nearby Stays

জাতীয় নাট্যশালা,বাংলাদেশ শিল্পকলা একাডেমি।, Dhaka, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you: