নতুন বছরকে স্বাগত জানাতে প্রিমিয়াম সেইন্টমার্টিন ট্যুরে টিম- The Tour Bees🐝 (৩)

Tue, 30 Dec, 2025 at 11:00 pm to Sat, 03 Jan, 2026 at 06:00 am UTC+06:00

Saintmartin Island - সেন্টমার্টিন দ্বীপ | Chittagong

F.A. Bithee
Publisher/HostF.A. Bithee
\u09a8\u09a4\u09c1\u09a8 \u09ac\u099b\u09b0\u0995\u09c7 \u09b8\u09cd\u09ac\u09be\u0997\u09a4 \u099c\u09be\u09a8\u09be\u09a4\u09c7 \u09aa\u09cd\u09b0\u09bf\u09ae\u09bf\u09df\u09be\u09ae \u09b8\u09c7\u0987\u09a8\u09cd\u099f\u09ae\u09be\u09b0\u09cd\u099f\u09bf\u09a8 \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09c7 \u099f\u09bf\u09ae- The Tour Bees\ud83d\udc1d (\u09e9)
Advertisement
প্রিমিয়াম সেইন্টমার্টিন ট্যুরে টিম- The Tour Bees🐝
এটি The Tour Bees এর অফিশিয়াল ট্রিপ। এই ট্রিপে ছেলে/মেয়ে বা পরিবার নিয়ে যে কেউই যেতে পারবেন।সেইন্টমার্টিনের এই ট্যুরটি পুরোপুরি প্রিমিয়াম প্যাকেজে হবে। বাজেট ইস্যু থাকলে আমাদের ইকোনমি প্যাকেজে যেতে পারবেন।
পেইজ লিংক: https://www.facebook.com/tourbeesbd/
গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/420073488896414/?ref=share
বিস্তারিত পড়ে ভালো লাগলে Going বাটনে ক্লিক করুন। শিউর না হলে Interested বাটনে ক্লিক করলেই এই ট্যুরেওর আপডেট পেয়ে যাবেন। 🫰

সেন্ট মার্টিন দ্বীপ হলো বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ (মাত্র ৮ বর্গকিলোমিটার)। এটি কক্সবাজার জেলারটেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। এটি নারিকেল জিঞ্জিরা, নারকেল জিঞ্জিরা, জিঞ্জিরা, জাজিরা, দারুচিনি দ্বীপবা দেরদিউসা দ্বীপ নামেও পরিচিত। প্রচুর নারিকেলপাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাবলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। বিখ্যাত লেখক, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরো বেড়ে যায়।
### 🗓 যাত্রার সময়সূচি:
**রওনা:** ৩০ ডিসেম্বর ২০২৫(রাতের বাসে ঢাকা থেকে)
**ফেরা:** ৩ জানুয়ারী ২০২৬ (ভোরে ঢাকায় পৌঁছানো ইনশাআল্লাহ)
**সময়কাল:** ০৪ রাত, ৩ দিন (আসা-যাওয়া সহ)
(বাসের টাইম শিপের টাইমের উপর ডিপেন্ডেন্ট )
### 💰 ইভেন্ট ফি:
* জনপ্রতি : ১১,৫০০/-(১ বেডে ২ জন, ১ রুমে ৪ জন)
* কাপল রুম: জনপ্রতি :১২,৫০০/-
* বুকিং মানি: ৪,৫৯০ (ক্যাশ আউট চার্জসহ)
*(বি.দ্র.: বুকিং মানি ফেরতযোগ্য নয়)
---
### 🧭 ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা:
**৩০ ডিসেম্বর:রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা।
**৩১ ডিসেম্বর:ভোরে কক্সবাজার পৌঁছে নাস্তা শেষে নুনিয়াছড়া থেকে শীপে সেন্টমার্টিন যাত্রা। দুপুরে দ্বীপে পৌঁছে হোটেল চেক-ইন ও লাঞ্চ। বিকেলে সাগরের নীল জলে ঝাঁপাঝাঁপি, সন্ধ্যায় সূর্যাস্ত সাথে থার্টি ফাস্টের আয়োজন।রাতে স্পেশাল ডিনার।
*১ জানুয়ারি : সকালে ছেঁড়া দ্বীপ ভ্রমণ, দুপুরে ফিরে খাবার ও বিকেলে ফটোশুট সেশন। রাতে থাকবে বিশেষ **বারবিকিউ ডিনার।**
*২ জানুয়ারি : অলস সকাল, সমুদ্রের পাড়ে হেঁটে বেড়ানো ও দুপুরের খাবারের পর ফেরার প্রস্তুতি।
*৩ জানুয়ারি :সকালে ঢাকা পৌঁছানো।
এটি একটি গ্রুপ ট্যুর তাই সবাই মিলেমিশেই এঞ্জয় করব তবে এই পুরো ট্রিপে কেউ চাইলে পার্সোনালি নিজের মতও ঘুরতে পারবেন ,শুধু গ্রুপ অ্যাক্টিভিটিজের সময় সাথে থাকতে হবে।
---
### 🌿 ইভেন্টে যা যা থাকছে:
* ঢাকা–কক্সবাজার–ঢাকা এসি বাস টিকিট
* সি-ভিউ রিসোর্টে ২ রাতের থাকা
* সকাল, দুপুর ও রাতের মোট ৮ বেলা খাবার
* কক্সবাজার–সেন্টমার্টিন শীপ টিকিট
* সুস্বাদু ফিশ বারবিকিউ
* অভিজ্ঞ ও দায়িত্বশীল হোস্ট
---
### 🚫 যা যা অন্তর্ভুক্ত নয়:
* ব্যক্তিগত খরচ
* হাইওয়ে হোটেলে খাবারের খরচ
* শেষ দিনের কক্সবাজারে রাতের খাবার
১ম দিন
১. সকাল: পরোটা,সবজি,ডিম,চা অথবা ডিম খিচুড়ি চা।
২. ⁠দুপুর: ভাত, সামুদ্রিক মাছ,সবজি,ডাল।
৩. ⁠রাতে: ফিশ বারবিকিউ,পরোটা,কোক।
দ্বিতীয় দিন:
১.সকাল: পরোটা,সবজি,ডিম,চা অথবা ডিম খিচুড়ি চা।
২. ⁠দুপুর: ভাত, সামুদ্রিক মাছ বা মুরগী সবজি,ডাল। (যে যেটা খাবে নিতে পারবে মাছ বা মুরগী)
৩. ⁠রাতে: ভাত, সামুদ্রিক মাছ বা মুরগী সবজি,ডাল। (যে যেটা খাবে নিতে পারবে মাছ বা মুরগী)

তৃতীয় দিন:
১.সকাল: পরোটা,সবজি,ডিম,চা অথবা ডিম খিচুড়ি চা।
২. ⁠দুপুর: ভাত, সামুদ্রিক মাছ বা মুরগী সবজি,ডাল। (যে যেটা খাবে নিতে পারবে)
---
### 🧾 বুকিং প্রক্রিয়া:
**বুকিং মানি (৳৪,৫৯০) নিচের যেকোনো মাধ্যমে পাঠিয়ে ফর্মটি পূরণ করুন —
নাইম: বিকাশ / নগদ: ০১৬২৫৩২০২৩২

ব্যাংক ট্রান্সফার:
City Bank, Dhanmondi Branch
Account Name: *Aziz Faysal Nayem*
Account Number: *2309001*
📞 টাকা পাঠানোর আগে ও পরে অবশ্যই যোগাযোগ করুন।
Advertisement

Event Venue & Nearby Stays

Saintmartin Island - সেন্টমার্টিন দ্বীপ, Saintmartin, Teknaf, Cox’sBazar, Chittagong, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Chittagong

Bandarban Tourism
Wed, 31 Dec at 07:00 am Bandarban Tourism

Bandarban, Bangladesh

\u09b8\u0995\u09b2 \u09ac\u09a8\u09cd\u09a7\u09c1
Wed, 31 Dec at 11:00 am সকল বন্ধু

Chandpur, Chittagong Division, Bangladesh

New Year's Eve Party \ud83c\udf89
Wed, 31 Dec at 04:00 pm New Year's Eve Party 🎉

Mermaid Beach Resort

New Year's Eve Party
Wed, 31 Dec at 05:00 pm New Year's Eve Party

Central Community Centre, Chowrasta, Noakhali

Chhattisgarh's 1st Beach Party 2025
Wed, 31 Dec at 05:30 pm Chhattisgarh's 1st Beach Party 2025

Foy's Lake Resort Chittagong

New Year Celebration with Sea Pearl Beach Resort & Spa
Wed, 31 Dec at 06:00 pm New Year Celebration with Sea Pearl Beach Resort & Spa

Jaliapalong, Inani, Ukhia, 4750 Cox's Bazar, Bangladesh

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events