Advertisement
"Let be....lightened" স্লোগানকে ধারণ করে, ২০০৫ সালের ২৩ ডিসেম্বর যাত্রা শুরু করা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) বিগত দুই দশক ধরে যুক্তিবোধ, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে "বিতর্ক" কে একইসাথে শিল্প ও সামাজিক আন্দোলনের হাতিয়ার হিসেবে বয়ে নিয়ে চলেছে। নিয়মিত বিতর্কচর্চা, প্রদর্শনী বিতর্ক, সমসাময়িক বিষয়ে সচেতনামূলক বিতর্কের আয়োজন, আন্তঃহল-আন্তঃবিভাগীয় প্রতিযোগিতা, নবীন বিতর্ক আয়োজন এবং জাতীয় পর্যায়ের বিতর্ক উৎসবের মধ্য দিয়ে জেইউডিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিতর্ক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন হিসেবে খ্যাতি অর্জন করেছে৷ এই গৌরবময় যাত্রার ২০তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৯-১০ জানুয়ারি, ২০২৬ তারিখে "স্বপ্ন এঁকে, দুই দশকে" স্লোগান নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হচ্ছে এক আনন্দঘন পুনর্মিলনী-যেখানে স্মৃতি, বন্ধন ও উদযাপন মিলেমিশে এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে।
২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে থাকছে-
ক্রীড়া উৎসব
সাংস্কৃতিক পরিবেশনা
রম্য ও প্ল্যানচেট বিতর্ক
জেইউডিও’র জন্মদিন উদযাপন
প্রীতিভোজ
ক্যাম্প ফায়ার
এই বিশেষ আয়োজনে জেইউডিও’র সকল প্রজন্মের সদস্য ও শুভানুধ্যায়ীরা সাদর আমন্ত্রিত।
অংশগ্রহণ ফি (চাঁদা):
৪২তম আবর্তন পর্যন্ত: ১০০০ টাকা
৪৩–৪৮তম আবর্তন: ৫০০ টাকা
৪৯তম থেকে বর্তমান আবর্তন: ২০০ টাকা
চাঁদা অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে অথবা সশরীরে উপস্থিত থেকে দেওয়া যাবে। চাঁদা পাঠানোর পর নিম্নোক্ত নিবন্ধনপত্রটি অবশ্যই পূরণ করতে হবে।
https://docs.google.com/forms/d/1hklsd5jumxcnbflKAx3g4DmjEgQPc4lKej1oAnquRKE/viewform?pli=1&ts=6936928b&pli=1&edit_requested=true
চাঁদা পাঠানোর অনলাইন মাধ্যম:
(বিকাশ-পার্সোনাল) +8801783259277
নিবন্ধন করার শেষ সময়: ০৫ জানুয়ারি, ২০২৬; সোমবার, রাত ১২টা।
যেকোনো প্রকার যোগাযোগের জন্য:
কৌশিক আজাদ প্রণয়
সাবেক সাধারণ সম্পাদক, জেইউডিও
মোবাইল: 01315629581
মো: আল লুবান
যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি)
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন
মোবাইল: 01783259277
ফারিম আহসান
সাধারণ সম্পাদক
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন
মোবাইল: 01791216616
মির্জা সাকি
সভাপতি
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন
মোবাইল: 01715-176968
ইমেইল: [email protected]
Advertisement
Event Venue & Nearby Stays
TSC, Jahangirnagar University, Selim al Deen Muktomancha, সাভার, বাংলাদেশ, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











