Advertisement
থিয়েটার প্রযোজনা-৪০❝ দ্রৌপদী পরম্পরা ❞
রচনা ও নির্দেশনা- প্রবীর দত্ত
৩০ ডিসেম্বর ২০২৪, সোমবার, সন্ধ্যা ৭.০০ টা
জাতীয় নাট্যশালা মূল মিলনায়তন,
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা।
টিকিট : শো'র পূর্বে হল কাউন্টারে।
অগ্রিম টিকিট বুকিং: ০১৬৭ ৬৫ ০৮ ১৮৮
০১৯২ ৬৬ ০০ ২৬৬
টিকিট মূল্য: ৫০০/ ৩০০/ ২০০/১০০/-
সুধী,
বাংলাদেশের মঞ্চে অন্যতম আলোচিত ও দর্শক নন্দিত নাটক "দ্রৌপদী পরম্পরা"। দেশের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন থিয়েটার-এর ৪০ তম প্রযোজনা এই নাটকটি।
"দ্রৌপদী পরম্পরা" মূলত ঘটমান জীবনের উপর বিশ্লেষণী আলোক নিক্ষেপের প্রতিফলন। মহাভারতের দ্রৌপদী চরিত্রটি আমাদের প্রায় সকলেরই পরিচিত। কিন্তু মহাভারতে দ্রৌপদী তার নিজের যে কথাগুলো বার বার বলতে চেয়েও বলতে পারেনি, আজ যদি দ্রৌপদী তার না বলা সেই কথাগুলো বলতে চায়? হ্যাঁ, অপ্রিয় হলেও দ্রৌপদীর না বলা নির্মম সত্যকথা ও অনুভবগুলো সমকালের আয়নায় দৃশ্যকাব্য হয়ে প্রতিবাদ মুখর হয় "দ্রৌপদী পরম্পরা" নাটকের মাধ্যমে। এ নাটকে দ্রৌপদীর পরম্পরা রূপ চিত্রণের মধ্যদিয়ে নাট্যকার নির্দেশক প্রশ্নবিদ্ধ করেছেন সমাজ, ধর্ম, রাজনীতি এমনকি রাষ্ট্রনীতিকেও; যেখানে নাট্যকার নির্দেশকের মানসিকতা হলো আজকের সমাজ, ধর্ম ও রাজনীতির পরিপ্রেক্ষিতে দ্রৌপদীকে সকল নারীর প্রতিনিধি হিসেবে আবিষ্কার করা এবং তার মাধ্যমে নারীর কষ্টগুলো, চাওয়া-পাওয়াগুলোর সমাধান খোঁজা।
প্রিয়জন, নাটকটি দেখার আমন্ত্রণ রইলো।
আশা করি আপনাদের ভালো লাগবে।
আমাদের নাটক অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস! প্রিয় দর্শক, আপনারাই নাটকের প্রাণ।
Advertisement
Event Venue & Nearby Stays
Bangladesh Shilpakala Academy, Segunbagicha Road, Ramna,Dhaka, Bangladesh