তাবু ক্যাম্পিং মেগা ইভেন্ট

Thu, 25 Dec, 2025 at 09:00 am to Sat, 27 Dec, 2025 at 10:00 am UTC+06:00

Sreemongol-শ্রীমঙ্গল | Sylhet

Neloy Tanjib
Publisher/HostNeloy Tanjib
\u09a4\u09be\u09ac\u09c1 \u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09bf\u0982 \u09ae\u09c7\u0997\u09be \u0987\u09ad\u09c7\u09a8\u09cd\u099f
Advertisement
"Furious Bikers Boys Camping Fest -2025"
রেজিষ্ট্রেশন এর শেষ সময় ১৭ ডিসেম্বর । আসন সংখ্যা সীমিত।
আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ রোজ শুক্রবার "অরন্য ক্যাম্প সাইড" প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে "FURIOUS BIKRS BOYS Camping Fest-2025"
যেখানে ঢাকা,সিলেট , শ্রীমঙ্গল সহ আশেপাশের ২০+ বাইকারদের নিয়ে ক্যাম্পিং করা হবে। হিম হিম শীতের রাতে তাঁবুতে রাত্রিযাপনের পাশাপাশি থাকবে ভরপুর খাওয়া দাওয়া, BBQ,আড্ডা ,গান ,আর মনোমুগ্ধকর সকল গেমস।
জমজমাট এই তাবু ক্যাম্পিংয়ে অংশগ্রহণের জন্য *১২০০ টাকা এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে।*
*যাতায়াত খরচ নিজ*
#উক্ত ক্যাম্পিং এ যা যা থাকছে প্যাকেজে
১-তাবু তে থাকা
২-দুপুরের খাবার,
৩-সন্ধ্যার BBQ
৪-রাতের খাবার
৫- পরবর্তী দিনের সকালের নাস্তার সু-ব্যবস্থা থাকবে।
**যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা পার্সোনাল বিকাশ ও নগদে খরচ সহ সেন্ড মানি করে স্ক্রিনশট নিয়ে "১ম কমেন্টে দেওয়া ফর্মটি" পূরণ করুন।👇
পেমেন্ট রেফারেন্সে নাম ও এলাকা উল্ল্যেখ করবেন। ফোন দিয়ে অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন।
রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ১৭ ডিসেম্বর রাত ১২ টা
বিকাশ নাম্বার: 01783666366 (Personal)
নগদ নাম্বার :01783666366(Personal)
ব্যাংক এর মাধ্যমে অথবা সরাসরি প্রদান করেন ব্যবস্থা রয়েছে ।
*আসন সংখ্যা ৪০। সিরিয়ালি আগে পেমেন্ট সম্পন্ন করে রেজিস্ট্রেশন করলে আগে সুযোগ পাবেন। পরবর্তীতে আসন সংখ্যা বাড়ানো হলে জানানো হবে।*
বিশেষ অবহিতকরণঃ
*কোন ধরণের অসামাজিক কার্যকলাপ করা যাবে না।
*কোন প্রকার মাদকদ্রব্য গ্রহণ ও পরিবহণ করা যাবে না।
*তাবুতে শেয়ার করে থাকার মন মানসিকতা থাকতে হবে।
*পর্যাপ্ত পরিমাণ গরম কাপড় এবং প্রয়োজনীয় সামগ্রী সাথে নিতে হবে ।
*গাড়ির কাগজ পত্র NID সাথে রাখতে হবে ।
*ফ্যামিলি নেয়ার ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে এপ্রুব করবো তাদের আলদা স্পেস এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে । প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি সাথে রাখতে হবে
*সিঙ্গেল লেডি বাইকার অথবা গ্রুপ হিসেবে গেলে তাদের আলাদা জোন এর ব্যবস্থা থাকবে
*যেহেতু আউটডোর তাবু ক্যাম্পিং আমরা আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব তারপরেও সাময়িক অসুবিধা মানিয়ে নেওয়ার মানুষিকতা নিয়ে আসতে হবে।
*যেহেতু টিলা এরিয়া টয়লেট এর ব্যবস্থা পর্যাপ্ত আছে, তারপরেও যেহেতু গেস্ট বেশি সেই ব্যাপারটা মনে রেখে ম্যানেজ করে নিতে হবে।
*চার পাশ খোলা মেলা এবং এবং পাহাড়ি এলাকা তাই একা কোথাও যাওয়া যাবে না রাতে হাটা হাটির সময় চার পাশ খেয়াল রাখতে হবে ।
*স্থানঃ অরণ্য ক্যাম্পিং গ্রাউন্ড, শ্রীমঙ্গল
*জরুরি যোগাযোগঃ Radiyan- 01717647343 / sami- 01869877390/ Neloy- 01783666366
Advertisement

Event Venue & Nearby Stays

Sreemongol-শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার,Maulvi Bazar, Sylhet, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Sylhet

\u09b8\u09bf\u09b2\u09c7\u099f \u09b6\u09cd\u09b0\u09c0\u09ae\u0999\u09cd\u0997\u09b2 (\u09ec\u09eb)
Wed, 24 Dec at 05:01 pm সিলেট শ্রীমঙ্গল (৬৫)

Shylet Bangladesh

Blue Sapphire Jubilee 2025 - 65 Years Celebration
Thu, 25 Dec at 03:00 am Blue Sapphire Jubilee 2025 - 65 Years Celebration

Blue Bird High School and College

\ud83c\udf3f AIMS English | Study Tour 2025 \ud83c\udf3f
Thu, 25 Dec at 08:30 am 🌿 AIMS English | Study Tour 2025 🌿

City center 9th Floor, Zindabazar, 3100 Sylhet, Bangladesh

Re-union 2025 UMFM
Thu, 25 Dec at 11:00 am Re-union 2025 UMFM

Uttarmulaim, sadar, Moulvibazar.

\u09aa\u09be\u09b9\u09be\u09dc\u09c7\u09b0 \u09a1\u09be\u0995\u09c7
Thu, 25 Dec at 09:00 pm পাহাড়ের ডাকে

jaflong, Sylhet, Bangladesh

3RD LUDC DIVISIONAL DEBATE FEST 2025
Fri, 26 Dec at 08:00 am 3RD LUDC DIVISIONAL DEBATE FEST 2025

Leading University, Ragib Nagar, Kamal Bazar, Sylhet, Bangladesh

**Happy Boishakh!**
Thu, 01 Jan at 12:00 am **Happy Boishakh!**

Sylhet, Sylhet Division, Bangladesh

Sylhet is Happening!

Never miss your favorite happenings again!

Explore Sylhet Events