Advertisement
ডাক দিয়েছো কোন সকালেরবীন্দ্রনাথের নাটকের গান: গানে গানে আলাপন
"তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না।"
'অচলায়তন' নাটকে মঞ্চে পাদপ্রদীপের আলো জ্বলে উঠলেই দেখা যায় এই গান গাইতে গাইতে বাঁধনছেঁড়ার ব্রত নিয়ে প্রবেশ করছে যুবক পঞ্চক; আবার নাটকটির যবনিকা পড়ার আগে মুহূর্তে শত কুশীলব নৃত্য সহযোগে গাইছে "ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক জয়।"
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক অপার শিল্প ভান্ডার সৃজন করেছেন যা বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যকে মহিমান্বিত করেছে, তাঁর সকল সৃষ্টির মাঝে গান অন্যতম। এই গানকে তিনি বিভিন্ন আঙ্গিকে ও অভিধায় বেঁধেছেন, সাজিয়েছেন; তাঁর মনোহারী গানের বাণী ও সুরের মায়াজাল আমাদেরকে সতত মোহাচ্ছন্ন করে রাখে।
রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্ন, কবিগুরুর নাটকের গান নিয়ে আলাপচারিতার জন্য আমন্ত্রন জানিয়েছে বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ড. চঞ্চল খানকে - তিনি গানে ও আলাপনে আমাদের ঋদ্ধ করবেন । আশা করি, আপনারা উপভোগ করবেন, ধন্যবাদ।
***This is a free event, and refreshments will be provided.***
🗓 Date & Time: 25 January 2026, 5:00 PM – 6:30 PM
📍 Venue: Hawthorn Library, 584 Glenferrie Road, Hawthorn VIC 3122
Please contact Kamruzzaman Balark on 0438 381 179 for any queries related to this event.
This event is proudly presented by Renaissance Drama Society Melbourne.
Advertisement
Event Venue & Nearby Stays
Hawthorn Library, 13 Swinburne Ave, Hawthorn VIC 3122, Australia, Hawthorn
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.




