জুম বাংলাদেশ "পথশিশু উৎসব ২০২৫"

Sat, 15 Nov, 2025 at 09:30 am UTC+06:00

বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক | Dhaka

Zoom Bangladesh
Publisher/HostZoom Bangladesh
\u099c\u09c1\u09ae \u09ac\u09be\u0982\u09b2\u09be\u09a6\u09c7\u09b6 "\u09aa\u09a5\u09b6\u09bf\u09b6\u09c1 \u0989\u09ce\u09b8\u09ac \u09e8\u09e6\u09e8\u09eb"
Advertisement
"পথশিশু উৎসব ২০২৫"
প্রতিবারের মতো এবারো জুম বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে "পথশিশু উৎসব ২০২৫"।
এই দিনটি শুধুই শিশুদের জন্য, যেখানে সারাদিনের আয়োজন থাকবে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে।
জীবনযুদ্ধে টিকে থাকতে প্রতিদিন লড়ে যাওয়া এই শিশুদের নিয়ে একদিন আমরা মেতে উঠি আনন্দে।
নাচ, গান, কবিতা, আবৃত্তি, অঙ্কনসহ আরও অনেক আয়োজন থাকে তাদের ঘিরে।
পুরো দিনটাই সাজানো হয় এই শিশুদের জন্য।
মূলত পথশিশুদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সমাজের সকলকে অবগত করতে এবং তাদের পুনর্বাসন ও তাদের জীবনমান উন্নয়নের অঙ্গীকার নিয়ে এবারের এই আয়োজনটির পরিকল্পনা করা হয়েছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিদের উপস্থিতিতে ঢাকায় জুম বাংলাদেশের তত্ত্বাবধানে ৫০০+ এর অধিক পথশিশুদের নিয়ে এই আয়োজনটি করা হবে।
অনুষ্ঠানে পথশিশুদের বিভিন্ন খেলাধুলার পাশাপাশি শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পথশিশুদের একটি সুন্দর রঙিন দিন উপহার দিতে এগিয়ে আসতে পারেন আপনিও। এই আয়োজনে আপনি স্বেচ্ছাসেবক হিসেবে রেজিস্ট্রেশন করে সারাদিন এই পথশিশুদের সাথে কাটাতে পারেন।
রেজিস্ট্রেশন করে যা যা পাবেনঃ
1️⃣ একটি টি-শার্ট
2️⃣ দুপুরের খাবার ও পানি
3️⃣ পার্টিসিপেন্ট সার্টিফিকেট
4️⃣ ইভেন্ট আইডি কার্ড
📌 বিঃদ্রঃ পথশিশু উৎসবের রেজিস্ট্রেশন করা ভলান্টিয়ারদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের তারিখ ১৯ অক্টোবর । সময় জানিয়ে দেওয়া হবে।
পথশিশু উৎসবে অংশগ্রহণ করতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এবং ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে, অন্যথায় উৎসবে অংশ নেওয়া যাবে না।
👉 ভলান্টিয়ার রেজিস্ট্রেশন ফি: ২৫০ টাকা
👉 ভলান্টিয়ার রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/3e5DCupyBBChTCWG8
👉 বিকাশ ও নগদ : 01860959645 (Send Money)

📅 তারিখ: ১৫ নভেম্বর ২০২৫, শনিবার
📍 স্থান: বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক, গুলশান-২, ঢাকা

যে কোন প্রকার তথ্যের জন্য যোগাযোগ করুন -
মোবাইল :
01860959645 (Md. Mehedi Hasan)

Zoom Bangladesh Facebook Page :
https://www.facebook.com/zoombanglayouth
Zoom Bangladesh Website:
https://www.zoombangladesh.org/
Advertisement

Event Venue & Nearby Stays

বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্ক, Dhaka, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Dhaka

K K Govt. Institution 1st Grand Reunion 2025 \u2013 All Batches
Sat, 15 Nov at 08:00 am K K Govt. Institution 1st Grand Reunion 2025 – All Batches

K.K. Govt. Institution,Munshigonj

Skill Hunt 2025 by Quanta Tech
Sat, 15 Nov at 08:00 am Skill Hunt 2025 by Quanta Tech

79/5 /B, East Basabo, Sabujbag, Dhaka-1214, Dhaka, Dhaka Division, Bangladesh

VisionX 2025: AI-powered National Innovation Challenge
Sat, 15 Nov at 09:00 am VisionX 2025: AI-powered National Innovation Challenge

Nabab Nawab Ali Chowdhury Senate Bhaban, University of Dhaka

Australia & UK Education Expo Narayanganj
Sat, 15 Nov at 09:00 am Australia & UK Education Expo Narayanganj

Ruposhi Bangla Convention Hall & Restaurant

Korea Study Expert Consultancy Week- presented by Endow Global Education
Sat, 15 Nov at 09:00 am Korea Study Expert Consultancy Week- presented by Endow Global Education

3rd floor, House-17, Road- 01, Mohammadia Housing Society, Main Road, Mohammadpur Adabor, Dhaka, Dhaka Division, Bangladesh

Admission Fair 2026
Sat, 15 Nov at 09:00 am Admission Fair 2026

House No.03, Main Road, Mohammadi Housing Ltd, Mohammadpur, Dhaka, Dhaka, Dhaka Division, Bangladesh

5th MIU Media Olympiad 2025
Sat, 15 Nov at 10:00 am 5th MIU Media Olympiad 2025

Manarat International University-Parmanent Campus

National Tech Carnival & Tech Award 3.0
Sat, 15 Nov at 10:00 am National Tech Carnival & Tech Award 3.0

Bangla Academy

Australia, New Zealand & UK Education Expo | Kampus Group Dhaka Office
Sat, 15 Nov at 10:00 am Australia, New Zealand & UK Education Expo | Kampus Group Dhaka Office

Kampus Group Dhaka Office

Sweden Application Week
Sat, 15 Nov at 10:00 am Sweden Application Week

Road-95, House-2/A, Gulshan 2, 1212 Dhaka, Bangladesh

Multi Destination Application Day 2025 \ud83c\udf0d
Sat, 15 Nov at 10:00 am Multi Destination Application Day 2025 🌍

102/1 Sukrabad, Mirpur Road, Dhanmondi, Dhaka-1207, Bangladesh, 1205 Dhaka, Bangladesh

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events