Advertisement
শেষ কবে চিঠি লিখেছিলেন মনে আছে? খুব লিখতে ইচ্ছা করে কাউকে, কিন্তু লিখতে পারছেন না—এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। কেমন হয় যদি মনের কথাগুলো লিখে ফেলার একটা সুযোগ পাওয়া যায়! চিঠি! একটা শব্দে কত আবেগ, কত স্মৃতি, কত অনুভব মিশে আছে। সফেদ বালুকাবেলায় সুদূর পথ পেরিয়ে আসা কালো কালো অক্ষরের ঢেউ মুহূর্তেই যে আনন্দের অনুভব এনে দিত প্রাপকের মননে, সেসব তো আজ ইতিহাস। এখন আর ডাকপিয়ন ছুটে আসে না সাইকেলের বেল টুংটাং করতে করতে। ডাক হরকরার যুগ তো গত হয়েছে আরও বহু বহুকাল আগেই। তাই বলে কি থেমে গেছে চিঠি লেখা? থেমে গেছে শব্দে শব্দে বোনা আনন্দ–বেদনার খবরাখবর আর অনুভূতি জানানোর রেওয়াজ?
সে তো থামার নয়। আমরা চিঠি লিখি এখনো। কাউকে পাঠাতে না পারলেও একান্ত নিজের ছায়ার কাছেও চিঠি লিখি। কেননা চিঠির এই অনুভব কখনোই হারানোর নয়।
চিঠির আবেগ, অনুভব ও ব্যবহার আবার ফিরিয়ে আনার ক্ষুদ্র প্রয়াস থেকে হিমু পরিবহণ তৃতীয় বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ডাকপিয়ন–৩’ শিরোনামে চিঠি উৎসব ২০২৫।
আপনাদের পাঠানো চিঠি থেকে নির্বাচিত চিঠিগুলো নিয়ে আগামি ২৫ ও ২৬ এপ্রিল ২০২৫ বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামোটর, ঢাকায় দুই দিনব্যাপী চিঠি প্রদর্শনী চলবে। নির্বাচিত চিঠি নিয়ে করা হবে চিঠির একটি সংকলন।
অংশগ্রহণের নিয়ম–
এ আয়োজন সব বয়সী মানুষের জন্য। ব্যক্তিগত বা সংগ্রহে থাকা পুরোনো চিঠি থেকে শুরু করে লিখতে পারেন যাকে খুশি (এমনকি নিজের কাছেও)। পাঠাতে পারেন সংগ্রহে থাকা ঐতিহাসিক চিঠি বা এর অনুলিপিও। তবে চিঠি লিখতে হবে কাগজের এক পৃষ্ঠায়।
চিঠি পাঠানোর ঠিকানা:
হুর-এ-জান্নাত
৫৪৪/১-৫ পূর্ব কাজীপাড়া, কাফরুল, ঢাকা-১২১৬
মোবাইল নম্বর- +৮৮০ ১৭১০-২৫১৯৪৬
আমাদের কাছে চিঠি পৌঁছানোর শেষ সময়: ২০ এপ্রিল ২০২৫
প্রয়োজনে—
+৮৮ ০১৫৫৮-৯৯৩৮৭৯
+৮৮ ০১৭২১-২৬০৬৫৩
Advertisement
Event Venue & Nearby Stays
বিশ্বসাহিত্য কেন্দ্র Bishwa Sahitya Kendra, মুন ড্রাই ক্লিনার্স, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh