Advertisement
হেই মহল্লার দোস্ত আহবাবরা, আমাদের ভাইবোনেরা, আপনাদের ঈদের শুভেচ্ছা। বহুবছর গেল ফ্যাসিস্টদের ভয়াবহ সময়ে, আমরা উৎসব কী, মজমা কী, আনন্দ কী, ঈদ কী বুঝতে পারি নাই। আমাদের সবার ভিতর চলে আসছিল এমন অনুভূতি, যে ঈদ বলে আর কিছু নাই, আমাদের ভিতরে শৈশবের যে গুমগুমে, গলার ভিতর থেকে চলে আসত একটা আনন্দ, সেইটা মনে হয় আর কোনোদিন পাওয়া হবে না।খোদার এমন এক নেয়ামত, আমাদের বহু ভাই শহিদ হলেন, অনেক ভাই আহত হওয়ার ভিতর দিয়ে আমরা আবার এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে নতুন রাজনীতি, সংস্কৃতি ও সামাজিক বন্ধনের ভিতর দিয়ে গড়তে চাই।
সেই সুত্র ধরে মোহাম্মাদপুরের মহল্লা থেকে আমরা এবার ঈদের আনন্দ মিছিল করব, একসাথে রমজানের অই রোজার শেষে গাইব, এরপর সমাবেত হয়ে গজল, গান, কাওয়ালি শুনব।
মোহাম্মাদপুর কমিউনিটি এলায়েন্স টাউনহল শহীদ পার্ক মাঠে চান রাতে মহল্লার আনন্দ মজমা করতে চাচ্ছে। আপনাদের টাকা পয়সা, জনবল, ভলান্টিয়ারের টিম আমাদের লাগবে। আমরা আশা করব আপনারা সর্বতোভাবে আমাদের সহায়তা করবেন।
Advertisement
Event Venue & Nearby Stays
শহীদ পার্ক মাঠ, টাউন হল মোহাম্মদপুর, Dhaka, Bangladesh