চাকরিতে প্রবেশের বয়স ৩৫ চাই! । এক দাবি, মানতে হবে!

Thu Aug 28 2025 at 08:15 am UTC+06:00

শাহবাগ, ঢাকা, বাংলাদেশ | Dhaka

\u0995\u09be\u09a0\u0997\u09cb\u09b2\u09be\u09aa \u09a1\u099f\u0995\u09ae
Publisher/Hostকাঠগোলাপ ডটকম
\u099a\u09be\u0995\u09b0\u09bf\u09a4\u09c7 \u09aa\u09cd\u09b0\u09ac\u09c7\u09b6\u09c7\u09b0 \u09ac\u09df\u09b8 \u09e9\u09eb \u099a\u09be\u0987! \u0964 \u098f\u0995 \u09a6\u09be\u09ac\u09bf, \u09ae\u09be\u09a8\u09a4\u09c7 \u09b9\u09ac\u09c7!
Advertisement
সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ বিষয়ে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন। জানতে চাইলে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের পক্ষে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এই সুপারিশ করেছেন। সিদ্ধান্ত কী হবে, সেটি নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ উন্নীতকরণের দাবি কি যৌক্তিক
বর্তমানে সাধারণত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে তা ৩২।
চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের একটি অংশ দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন। তাঁরা বিভিন্ন সময় বলে আসছেন বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ থেকে ৫৯ বছর পর্যন্ত। অর্থাৎ বয়স নয়, যোগ্যতাই একজন প্রার্থীর একমাত্র মাপকাঠি। ওই দেশের আলোকে বাংলাদেশেও চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করা দাবি করে আসছেন। দাবি আদায়ের লক্ষ্যে ওই সব শিক্ষার্থী দফায় দফায় কর্মসূচি পালন করে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এখন শিক্ষামন্ত্রীও একই ধরনের সুপারিশ করলেন।
সরকারি চাক‌রিতে প্রবেশের বয়সসীমা ৩৫ ও মু‌ক্তি‌যোদ্ধা কোটায় ৩৭ বছর করতে আগামী ১১ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। শুক্রবার (০৩ মে) এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফুল হাসান শুভ।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবা‌দিক সমিতিতে এ সংবাদ স‌ম্মেলনের আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. খোকন মিয়াসহ ৩৫ প্রত্যাশী বিভিন্ন চাকরিপ্রার্থীরা উপস্থিত ছিলেন। নেতারা বলছেন, এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে বড় ধরনের কর্মসূ‌চি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে শুভ বলেন, আগামী ১১ মে ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে চাকরিতে বয়সসীমা ৩৫ বছর প্রত্যাশী‌ শিক্ষার্থীদের নিয়ে একটি সমাবেশ আয়োজন করা হচ্ছে। এই সময়ের মধ্যে জনপ্রশাসন মন্ত্রনালয় কোনো প্রজ্ঞাপন জা‌রি না ক‌রলে সেই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।
এর আগে, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নুন্যতম ৩৫ বছর করতে অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেনকে সম্প্রতি চিঠি দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গত ২৯ এপ্রিল চিঠিটি পাঠানো হয়।
এতে শিক্ষামন্ত্রী লিখেছেন, বিশ্বের প্রায় ১৬২ টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হয়েও বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর, মালদ্বীপে ৪৫ বছর, শ্রীলঙ্কায় ৪৫ বছর, নেপালে ৩৫ বছর, আফগানিস্তানে ৩৫ বছর।
চিঠিতে শিক্ষামন্ত্রী লিখেন, ভারত সহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করেই চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদন্ড মেনে ন্যূনতম ৩৫ বছর করেছে। বিপুল সংখ্যক শিক্ষিত যুবসমাজকে মানবসম্পদ হিসেবে কাজে লাগাতে পারলে সেটি হবে যুগোপযোগী ও যুগান্তকারী একটি সিদ্ধান্ত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কয়েক ধাপ অগ্রসর হওয়া যাবে।
সংবাদ সম্মেলনে শ‌রিফুল ইসলাম শুভ জানান, দেশের ৩৫ জন সংসদ সদস্য ও সমা‌জের গুরুত্বপূর্ন ব্যক্তিরা লি‌খিতভাবে চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে সমর্থন জা‌নিয়েছেন। দেশের শি‌ক্ষিত বেকার যুবকদের প্রতি সরকারের নজর দেওয়া উ‌চিৎ বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. খোকন মিয়া বলেন, বিশ্বের প্রায় ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর। আবার কিছু কিছু দেশে তা উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হয়েও বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর, মালদ্বীপে ৪৫ বছর, শ্রীলঙ্কায় ৪৫ বছর, নেপালে ৩৫ বছর, আফগানিস্তানে ৩৫ বছর। দেশে আমরা চাকরির বয়সসীমা ৩৫ বছর চাই।
Advertisement

Event Venue & Nearby Stays

শাহবাগ, ঢাকা, বাংলাদেশ, Museum of Independence, রমনারোড, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh

Sharing is Caring:

More Events in Dhaka

\u0986\u09ae\u09b0\u09be \u09b8\u09ac\u09be\u0987 \u09b0\u09be\u099c\u09be\u0995\u09be\u09b0! | No QUOTA for us.
Sun Aug 31 2025 at 02:00 am আমরা সবাই রাজাকার! | No QUOTA for us.

TSC, Dhaka University

Today's Breaking News of Bangladesh
Sat Sep 13 2025 at 10:00 pm Today's Breaking News of Bangladesh

Palton

Paint Bangladesh 2025 Exhibition
Thu Sep 25 2025 at 10:00 am Paint Bangladesh 2025 Exhibition

International Convention City Bashundhara - ICCB

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events