Advertisement
❝আজি এ প্রভাতে রবির করকেমনে পশিল প্রাণের ‘পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
জাগিয়া উঠেছে প্রাণ,
ওরে উথলি উঠেছে বারি,
ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।❞
"বাক্শিল্পকে সমৃদ্ধ কর"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৯২ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের স্কুল-কলেজ পর্যায়ের সর্বপ্রথম আবৃত্তি ও বাক্শিল্প বিষয়ক সংগঠন নটর ডেম আবৃত্তি দল। সূচনালগ্ন থেকেই নটর ডেম আবৃত্তি দল বাংলা ভাষার শুদ্ধতা, বাচনভঙ্গির নান্দনিকতা এবং ভাবপ্রকাশের দ্যুতিময়তা ছড়াতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দীর্ঘ ৩ দশক ধরে শুধু আবৃত্তি নয়; সঞ্চালনা, শুদ্ধ উচ্চারণ এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখা নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে সংগঠনটি। বাক্শিল্প, সাহিত্য ও সংস্কৃতির গুরুত্ব তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আয়োজন করেছে ২৩টি সফল জাতীয় বাক্শিল্পোৎসবের। সফলতার এই অগ্নিশিখাকে জ্বলন্ত রাখতে ক্লাবটির ৩৩ বছর পূর্তি উপলক্ষ্যে নটর ডেম আবৃত্তি দল আয়োজন করতে যাচ্ছে বাক্শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে দেশের সব থেকে বড় উৎসব ‘চতুর্বিংশ জাতীয় বাক্শিল্পোৎসব: ‘অনির্বাণ’। আগামী ২৮ আগস্ট – ১০ সেপ্টেম্বর ১৪ দিন ব্যাপী অনলাইনে এবং ১১,১২ ও ১৩ সেপ্টেম্বর ৩দিন ব্যাপী বাক্শিল্পের এই মহোৎসব আয়োজিত হতে যাচ্ছে ঢাকার নটর ডেম কলেজ প্রাঙ্গণে। বাক্শিল্পের এই ঐতিহ্যবাহী মহাসমারোহে অংশ নিয়ে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দদের এই গৌরবময় ইতিহাসের সারথি হতে সাদর আমন্ত্রণ জানাচ্ছে নটর ডেম আবৃত্তি দল।
বাক্শিল্পকে সমৃদ্ধ করার দৃঢ় প্রত্যয়ে নটর ডেম আবৃত্তি দলের এবারের আয়োজন ‘অনির্বাণ’।
🔶 ‘অনির্বাণ’-এ যা যা থাকছে:
১৭ দিনব্যাপী ‘চতুর্বিংশ জাতীয় বাক্শিল্পোৎসব:অনির্বাণ’ -এ অনলাইন এবং অফলাইন মিলিয়ে থাকছে মোট ২৯ টি প্রতিযোগিতা এবং আবৃত্তি ও উপস্থাপনা-বিষয়ক কর্মশালা। ২৯ টি প্রতিযোগিতায়ই নিজ দক্ষতা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন প্রতিযোগীরা। কর্মশালাগুলো পরিচালনা করবেন দেশের প্রখ্যাত আবৃত্তিকার, উপস্থাপক, শিল্পী ও সাহিত্যিকবৃন্দ-সহ আরও অনেক গুণিজন।
🔶 প্রতিযোগিতাসমূহ:
➤ অফলাইন (১১-১৩ সেপ্টেম্বর) :
১. স্বনির্বাচিত কবিতা আবৃত্তি (একক)
২. স্বনির্বাচিত আবৃত্তি (দলগত)
৩. নির্ধারিত কবিতা আবৃত্তি (একক)
৪. ইংরেজি কবিতা আবৃত্তি (একক)
৫. রবীন্দ্র সংগীত
৬. লোকগীতি
৭. আধুনিক গান
৮. গজল/ ভক্তিগীতি
৯. বিট বক্সিং
১০. ভাষা ও শিল্প-সাহিত্য অলিম্পিয়াড
১১. সাধারণ জ্ঞান অলিম্পিয়াড
১২. বানান বিশারদ
১৩. উচ্চারণ বিশারদ
১৪. ফাদার পিশোতো স্মৃতি কুইজ(জাতীয় পর্যায়)
১৫. উপস্থিত বক্তৃতা
১৬. বারোয়ারি বির্তক
১৭. ধারাবাহিক গল্প বলা
১৮. সংবাদ পাঠ
১৯. অনুষ্ঠান সঞ্চালনা
২০. দেয়ালিকা
২১. স্ক্র্যাপ বুক
২২. একক অভিনয়
➤ অনলাইন (২৮ আগস্ট- ১০ সেপ্টেম্বর) :
১. বই পর্যালোচনা
২. কবিতা লেখা
৩. গল্প লেখা
৪. রচনা লেখা
৫. স্বনির্বাচিত কবিতা আবৃত্তি
৬. শর্ট ফিল্ম
৭. ফাদার পিশোতো স্মৃতি কুইজ (বিভাগীয় পর্যায়)
🔶 বিস্তারিত শীঘ্রই আসছে…
🔶 যোগাযোগ:
◇ শারাফাত ইসলাম
সভাপতি, নটর ডেম আবৃত্তি দল
ফেসবুক আইডি:
https://www.facebook.com/share/12KPe4w6fFU/
◇ তাজবিদ তালহা
সাধারণ সম্পাদক, নটর ডেম আবৃত্তি দল
ফেসবুক আইডি:
https://www.facebook.com/share/1ES34SF2Eb/
Advertisement
Event Venue & Nearby Stays
Notre Dame College, 1000 Dhaka, Bangladesh, নটর ডেম কলেজ, Motijheel Circular Road, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh