Advertisement
নটর ডেম আবৃত্তি দল এবারও আয়োজন করতে চলেছে “বাচিক শিল্প প্রতিযোগিতা ২০২৪”। আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর স্বনামধন্য আবৃত্তি দলে চলবে চারুকথকদের শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতা। আগ্রহী '২৫ ও '২৬ ব্যাচের শিক্ষার্থীদেরকে ২০ থেকে ২৮ অক্টোবরের মধ্যে গাঙ্গুলী ভবনের নিচ তলা থেকে রেজিস্ট্রেশন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।✳️প্রতিযোগিতার বিষয়সমূহ:
১। নির্বাচিত কবিতা আবৃত্তি(একক) :
কবিতা: নূরলদীনের সারাজীবন
২।নির্বাচিত কবিতা আবৃত্তি(দলগত):
কবিতা: আমি কিংবদন্তির কথা বলছি।
৩। স্বনির্বাচিত কবিতা আবৃত্তি(একক):
প্রতিযোগীরা নিজেরাই নিজেদের ইচ্ছানুযায়ী সর্বোৎকৃষ্ট কবিতা নির্বাচন করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবৃত্তি করবে।
৪। স্বনির্বাচিত কবিতা আবৃত্তি(দলগত):
প্রতিযোগীরা নিজেরাই নিজেদের ইচ্ছানুযায়ী সর্বোৎকৃষ্ট কবিতা নির্বাচন করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবৃত্তি করবে।
৫। স্বরচিত কবিতা আবৃত্তি:
প্রতিযোগীরা নিজেদের লেখা স্বতন্ত্র কবিতা নির্দিষ্ট সময়ের মধ্যে আবৃত্তি করবে।
৬। শুদ্ধপাঠ:
বক্তাকে শুদ্ধভাবে ‘অপরিচিতা’ গল্পটির নির্ধারিত অংশ শুদ্ধ উচ্চারণে পাঠ করতে হবে।
৭। সাধারণ জ্ঞান অলিম্পিয়াড:
বিষয়: জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলি, ইতিহাস, খেলাধুলা ইত্যাদি।
নির্ধারিত সময়ের মধ্যে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে সেরা তিন জনকে বাছাই করা হবে।
৮। ভাষা ও শিল্প-সাহিত্য অলিম্পিয়াড:
নির্ধারিত সময়ের মধ্যে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে সেরা তিন জনকে বাছাই করা হবে।
৯। বাংলা অলিম্পিয়াড:
নির্ধারিত সময়ের মধ্যে একটি লিখিত পরীক্ষার মাধ্যমে সেরা তিন জনকে বাছাই করা হবে।
১০। উপস্থিত বক্তৃতা:
দৈব চয়নের মাধ্যমে বক্তৃতার বিষয় প্রতিযোগীরা পাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে বক্তৃতা শেষ করতে হবে।
১১।নির্ধারিত বক্তৃতা:
বিষয়—কবিতায় মুক্তিযুদ্ধ।
নির্ধারিত সময়ের মধ্যে বক্তৃতা শেষ করতে হবে।
১২। শুদ্ধ উচ্চারণ প্রতিযোগিতা:
প্রতিযোগীদের কয়েকটি শব্দ দেয়া হবে, তারা সেসব শব্দগুলোর শুদ্ধ উচ্চারণ নির্ধারিত সময়ের মধ্যে লিখবে।
১৩। শ্রুতলিপি:
একজন অর্গানাইজার কোনো একটি অনুচ্ছেদ পাঠ করবে। প্রতিযোগীরা সেই অনুচ্ছেদটি শুনে শুনে শুদ্ধ বানান, শুদ্ধ ব্যাকরণ প্রয়োগ করে তা লিখবে।
১৪। শব্দজট:
সবাইকে একটি বর্ণ দেয়া হবে। ওই বর্ণটিশুরুতে রেখে কে কতগুলো শব্দ লিখতে পারল সেটা গণনা করে বিজয়ী নির্ধারণ করা হবে। এর মাধ্যমে কার শব্দভাণ্ডার কত উন্নত সেটা যাচাই করা যাবে।
১৫। অনুষ্ঠান উপস্থাপনা/ সঞ্চালনা:
প্রতিযোগীরা কোন অনুষ্ঠান সঞ্চালনার জন্য নিজে স্ক্রিপ্ট তৈরি করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তা সঞ্চালনা করবে।
১৬। কবিতা রচনা:
প্রতিযোগীরা নিজের লেখা কবিতা নটর ডেম আবৃত্তি দলের রেজিস্ট্রেশন বুথে জমা দিবে। লেখাগুলো অবশ্যই স্বতন্ত্র হতে হবে।
১৭। ছড়া রচনা:
প্রতিযোগীরা নিজের লেখা ছড়া নটর ডেম আবৃত্তি দলের রেজিস্ট্রেশন বুথে জমা দিবে। লেখাগুলো অবশ্যই স্বতন্ত্র হতে হবে।
১৮। গল্প রচনা:
প্রতিযোগীরা নিজের লেখা গল্প নটর ডেম আবৃত্তি দলের রেজিস্ট্রেশন বুথে জমা দিবে। লেখাগুলো অবশ্যই স্বতন্ত্র হতে হবে।
✳️ রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
রেজিস্ট্রেশন ফি:
প্রত্যেক একক ইভেন্ট- ৪০ টাকা
প্রত্যেক দলগত ইভেন্ট- ১০০ টাকা
গাঙ্গুলি ভবনের সামনে বসা বুথে নির্ধারিত ইভেন্টের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন ফি প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রতিযোগিতার দিন প্রতিযোগীদের পে স্লিপ প্রদর্শন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
যেকোনো জিজ্ঞাসায়:
✳️ধ্রুব মণ্ডল, সভাপতি, নটর ডেম আবৃত্তি দল
ফেসবুক আইডি: https://www.facebook.com/swopnochaaree
✳️মো: হোসাইন ভূঁইয়া , সাধারণ সম্পাদক, নটর ডেম আবৃত্তি দল
ফেসবুক আইডি: https://www.facebook.com/hossainhb.12
✳️ শারাফাত ইসলাম, SPO, নটর ডেম আবৃত্তি দল
ফেসবুক আইডি: https://www.facebook.com/mdsharafat.islam.1481
মোবাইল নং: ০১৭৩৯-৩৮৮২৬৭
Advertisement
Event Venue & Nearby Stays
Notre Dame College, Dhaka, Dhaka Division, Bangladesh