Advertisement
"সংস্কৃতি আধুনিকতার অনুকরণ নয়,বরং ঐতিহ্যের ধারাবাহিক প্রকাশ।
সংস্কৃতি বাঙালি জাতির নিজস্বতা।"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে
আমরা শিক্ষার্থীরা আয়োজন করতে যাচ্ছি-
'গান-কবিতায় দেশ,প্রজন্ম এবং সংস্কৃতি'র আসর।
আগামী ১৩ সেপ্টেম্বর গান কবিতার আসর নিয়ে আমরা থাকছি জেলা পরিষদ প্রাঙ্গণে।
বাঙালি ও বাংলা সংস্কৃতির প্রতি অনুরাগী,মননশীল ও সৃজনশীল মানুষদের জন্য থাকছে এ এক ভিন্নধর্মী আয়োজন।
আমাদের এই আয়োজনে যুক্ত হতে টিকেটের জন্য ইনবক্সে যোগাযোগ করুন।
বি:দ্র: অংশগ্রহণকারীর বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব হতে হবে।
Advertisement
Event Venue & Nearby Stays
জেলা পরিষদ, ফেনী, মিজান রোড, ফেনী,Feni, Barisāl, Bangladesh, Comilla