Advertisement
বীজগণিতের সূচনাআমরা সবাই সংখ্যার সাথে পরিচিত — যেমন ১, ২, ৩, ১০ ইত্যাদি। কিন্তু কখনো কি ভেবেছো, যদি কোনো সংখ্যা লুকানো থাকে, তখন কীভাবে আমরা সেটা খুঁজে বের করব?
এই লুকানো সংখ্যাকে খুঁজে বের করার খেলাটাই হলো বীজগণিত!
ধরো, আমি বললাম:
একটি সংখ্যা আছে, সেটায় ২ যোগ করলে হয় ৫। সংখ্যাটি কত?
তুমি ভাবতে পারো, "৩!" কারণ ৩ + ২ = ৫। একদম ঠিক!
এখানে "একটি সংখ্যা" লুকানো ছিল, আমরা সেটিকে খুঁজে পেয়েছি।
বীজগণিতে আমরা লুকানো সংখ্যাগুলোর জন্য অক্ষর ব্যবহার করি — যেমন x, y, বা z।
তো, আগের সমস্যাটি আমরা লিখতে পারি:
x + 2 = 5
x=5-2
x=3
এখানে, x হলো সেই লুকানো সংখ্যা। আমরা বের করলাম, x = 3।
এটাই বীজগণিতের মজা!
এটা হচ্ছে সংখ্যার রহস্যভেদ করার এক দারুণ খেলা।
Advertisement
Event Venue & Nearby Stays
kharki, Paterhat, Barisal Division, Bangladesh, Barisal, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

