এসডিসি বাইক প্যাকিং থ্রিলিং রাইড টু ভাটিয়ারি- রাঙ্গামাটি- কাপ্তাই- চট্টগ্রাম- পতেঙ্গা

Thu Nov 07 2024 at 07:00 pm to Sun Nov 10 2024 at 05:00 am UTC+06:00

Komolapur Railway Station, Dhaka. | Dhaka

SDC - South Dhaka Cyclist - \u09b8\u09be\u0989\u09a5 \u09a2\u09be\u0995\u09be \u09b8\u09be\u0987\u0995\u09cd\u09b2\u09bf\u09b8\u09cd\u099f
Publisher/HostSDC - South Dhaka Cyclist - সাউথ ঢাকা সাইক্লিস্ট
\u098f\u09b8\u09a1\u09bf\u09b8\u09bf \u09ac\u09be\u0987\u0995 \u09aa\u09cd\u09af\u09be\u0995\u09bf\u0982 \u09a5\u09cd\u09b0\u09bf\u09b2\u09bf\u0982 \u09b0\u09be\u0987\u09a1 \u099f\u09c1 \u09ad\u09be\u099f\u09bf\u09df\u09be\u09b0\u09bf- \u09b0\u09be\u0999\u09cd\u0997\u09be\u09ae\u09be\u099f\u09bf- \u0995\u09be\u09aa\u09cd\u09a4\u09be\u0987- \u099a\u099f\u09cd\u099f\u0997\u09cd\u09b0\u09be\u09ae- \u09aa\u09a4\u09c7\u0999\u09cd\u0997\u09be
Advertisement
🚵🏻‍♂ এসডিসি বাইক প্যাকিং থ্রিলিং রাইড টু ভাটিয়ারি- রাঙ্গামাটি- কাপ্তাই- চট্টগ্রাম- পতেঙ্গা সমুদ্র সৈকত🛣️
🖐️👉 ৩রাত - ২দিন, ঢাকা- চট্টগ্রাম- ঢাকা বাসে যাওয়া- আসা।
📝বৃহস্পতিবার, ৭ই নভেম্বর ২০২৪ইং।
📢🇧🇩মিটিং পয়েন্ট :- সায়েদাবাদ হুজুরের বাড়ীর গেট।
🕕মিটিং টাইম : সন্ধা ৭:০০ মিনিট
🕕বাসে যাত্রা শুরু : রাত ৯:০০ মিনিট
🚧 ২ দিনে রাইড এর পরিসীমা : ১৫৫+ কিমি।
🚏গন্তব্যঃ ভাটিয়ারি- রাঙ্গামাটি- কাপ্তাই- চট্টগ্রাম- পতেঙ্গা।
🕙🚍 ৭ই নভেম্বর, ২০২৪ বৃহস্পতিবার রাত ০৯ টায় বাস ছেড়ে ৮ই নভেম্বর ২০২৪, শুক্রবার ভোর ৪:০০টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারিতে নামবো, সবার সাইকেল রেডি করে গ্রুপ ছবি তুলে সুবিদাজনক স্থানে নাস্তা করবো, তারপর ১ম দিনের রাইড শুরু (প্রায় ৭৫কিমি)।
🛣️🚲 ভাটিয়ারি থেকে রাইড শুরু রাঙ্গামাটির উদ্দেশ্যে।
🔰👉উক্ত রুটে পাহাড়ী আঁকাবাঁকা সুন্দর প্লেসে সবাই মিলে ছবি তুলবো।
🔰✅রাঙ্গামাটি পৌছে সার্কিট হাউজের সামনে ছবি তুলে আমরা চলে যাবো রাঙ্গামাটির দর্শনীয় স্থান ঝুলন্ত ব্রিজে, ঝুলন্ত ব্রিজ এক্সপ্লোর করে আমাদের নির্ধারিত রিজার্ভ ট্রলারে চড়ে কাপ্তাই লেকের সৌন্দর্য এবং লেকের ২পাশের পাহাড়ী পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে যাবো কাপ্তাই শহরের জেটি ঘাটে।
✅🏢জেটি ঘাট থেকে আধা কিমি দূরে আমাদের নির্ধারিত ক্যাম্পিং গ্রাউন্ডে চেক ইন করবো, চেক ইন করার পর গোসল শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধার পর সবাই মিলে চিল করে রাতের খাবার খাবো, খাওয়া দাওয়া শেষ করার ঘন্টা খানেক পর সবাই মিলে বার-বি-কিউ পার্টি করবো, তারপর সবাই নির্ধারিত টেন্ডে গুমিয়ে পড়বো।
✅🚲⛰️ ২য় দিন, শনিবার ৯ই নভেম্বর ২০২৪, ক্যাম্পিং গ্রাউন্ডে সকালের নাস্তা শেষ করে সবাই রেডি হয়ে ক্যাম্প সাইড চেক আউট করে রওনা দিব চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশ্যে (প্রায় ৮০কিমি)।
✋✋🔰উল্লেখ্য ক্যাম্পিং গ্রাউন্ডে তাবুতে থাকা, রাতের খাবার, বার-বি- কিউ ও সকালের নাস্তা ইভেন্ট ফি এর সাথে অন্তর্ভুক্ত। ➡️➡️[Kaptai Riverview Camping Point-KRCP ] এর আয়োজন…........ ♦️ প্যাকেজে যা যা থাকছে------- 🏕️তাবু- ২/৩ জন প্রতি তাবুতে (বেড, বালিশ, চাদর, কম্বল) 🧆রাতের খাবার (রাত ৯ টা)- ভাত+আলু ভর্তা+মুরগী+ডাল 🍗বারবিকিউ (রাত ১১টা)- (১ঃ৪/কোয়ার্টার পিস), পরটা (২ পিস), সালাদ 🥘সকালের নাস্তা (সকাল৮টা)- ২টা পরটা, ডিম-মামলেট, চা অথবা, ডিম-খিঁচুড়ি,চা।
🚲🚲👉চট্টগ্রাম সার্কিট হাউজে ছবি তুলে, সুবিধা জনক স্থানে দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাবো পতেঙ্গা সমুদ্র সৈকতে, সেখানে বিকেলে সবাই মিলে চিল করে কিছু সময় কাটিয়ে আমরা আবার সাইকেল প্যাক করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
✅🔰ইভেন্ট ফি খাওয়া খরচ বাদে ২২৫০৳ (যাওয়া-আসার রিজার্ভ বাস ভাড়া+ কাপ্তাই লেকে ট্রলার ভাড়া+ ক্যাম্পিং এর প্যাকেজ )
✅🔰উক্ত ইভেন্টে আপনার যাত্রা নিশ্চিত করতে বুকিং করুন।
➡️🖐️বুকিং ক্যাপাসিটি 👉৩৬জন।
♻️বুকিং কনফার্ম করতে ১৫৩০৳ (এক হাজার পাঁচশত ত্রিশ টাকা) {অফেরতযোগ্য} সেন্ড মানি করুন নিচের বিকাশ/ নগদ নাম্বারে।
📌📝 বুকিং করার শেষ সময়: ২৮শে অক্টোবর ২০২৪ই।
🪪✅ARIF 📲01715458006 (Bkash/ Nogod Personal)
☝🏻☝🏻 অবশ্যই অতিরিক্ত টিউব রাখতে হবে (বাধ্যতামুলক), প্যাচকিট নিয়ে নিবেন (যদি থাকে)।
🙏🏻 👉👉বিঃ দ্রঃ
👨🏻‍🏫 অবশ্যই আপনার সাইকেলটি ১০০% ঠিক থাকতে হবে, চেইন লুব করা, চাকায় সঠিক পরিমাপে হাওয়া দেয়া থাকতে হবে এবং রাইডের আগে প্রয়োজনীয় সার্ভিসিং করে রাখবেন
🖐👉☝️ প্রতিকুল পরিবেশ এবং আবহাওয়ার কারনে রাইডটির ধরন পরিবর্তন হতে পারে।
----------------------------------
🦸🏻‍♂ রাইড পরিচালনায় থাকবেন
📲Arifur Rahman- 01715458006
📲Dipta Chakrabarty- 01685880542
📲Al Mahmud Tusher - 01620604215
📲Mahid Ahmed Tonmoy - 01745288881
📲Athai Rahman 01760-017082
📲Ohahid Ahammed Shihab 01913257988
📲Ashraful 880 1721-091726
📲Jubaer Hossain 01759775388
⛔ ১৮ বছরের কম বয়সী দের অভিভাবকদের অনুমতি নিয়ে আসার অনুরোধ রইলো।
💥সতর্কবাণী:
আমি এই ইভেন্টের ধরণ বুঝেছি এবং নিয়মাবলী পড়েছি। আমি একমত যে, আমি নিজদায়িত্বে ইভেন্টে অংশগ্রহণ করছি এবং নিজের নিরাপত্তা ও কার্যকর্মের সব দায় দায়িত্ব আমি নিজে নিচ্ছি। যে কোন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার জন্য South Dhaka Cyclists -এর এডমিন, মডারেটর বা সদস্যদের দায়ী করবোনা বা তারা দায়ী নয়।
Advertisement

Event Venue & Nearby Stays

Komolapur Railway Station, Dhaka., Dhaka, Bangladesh

Discover more events by tags:

Trips-adventures in DhakaCamping in Dhaka

Sharing is Caring:

More Events in Dhaka

Adamjee Model United Nations Session II
Thu Nov 07 2024 at 01:00 pm Adamjee Model United Nations Session II

Adamjee Cantonment College

Study in Australia- Application Day by Macquarie University, Sydney.
Thu Nov 07 2024 at 03:00 pm Study in Australia- Application Day by Macquarie University, Sydney.

Bay's Bellavista

BUDC presents Debate Immersion: Workshop Marathon
Thu Nov 07 2024 at 03:30 pm BUDC presents Debate Immersion: Workshop Marathon

Brac University New Campus

Wedding Decor Carnival By Ajwah Events
Thu Nov 07 2024 at 03:30 pm Wedding Decor Carnival By Ajwah Events

Shooting Club Gulshan

Application Requirements for U.S. University
Thu Nov 07 2024 at 04:00 pm Application Requirements for U.S. University

Level 6, CES(A) 1/A, Road, 113, Gulshan Ave, 1213 Dhaka, Bangladesh

Masterclass on Legal Essentials
Thu Nov 07 2024 at 05:30 pm Masterclass on Legal Essentials

EMK Center

Hall Fest 05
Thu Nov 07 2024 at 08:30 pm Hall Fest 05

NITER,Nayarhat, 1340 Savar, Bangladesh

\u09b8\u09cb\u09a8\u09be\u0987\u099b\u09a1\u09bc\u09bf \u09ac\u09a8\u09cd\u09af\u09a4\u09be\u09af\u09bc TripBd
Thu Nov 07 2024 at 09:00 pm সোনাইছড়ি বন্যতায় TripBd

Panthapath, Dhaka, Dhaka Division, Bangladesh

Dosti Decorators
Fri Nov 08 2024 at 12:00 am Dosti Decorators

Nimtola - নিমতলা, সিরাজদিখান

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events