Advertisement
আসসালামু আলাইকুম, আপনারা সকলে অবগত আছেন একটিভ ফ্রেন্ডসের ০৪ জানুয়ারি ২০২৫ সাধারণ সভার থেকে সর্বসম্মতি ক্রমে আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি ২০২৫ ফকিরহাট কলেজ মাঠে স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
✅ রেজিস্ট্রেশন ফর্ম লিংক - https://cutt.ly/Ve0VLhkd
বিস্তারিত জানতে কল করুন - ০১৯১৩-১২১৯৩৭
এবারের অনুষ্ঠানে সকল সদস্যের জন্য ১,০০০/= টাকা বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে।
নির্বাহী সদস্য ও স্থায়ী সদস্যদের এছাড়াও আলোচনা সাপেক্ষে আলাদা চাঁদা ধার্য করা হবে।
*রেজিস্ট্রেশন এর সময়সীমা ৩১ শে জানুয়ারি রাত ১১.৫৯ পিএম পর্যন্ত ধার্য করা হলো।
যেহেতু ট্রাউজার জার্সি বানানোর ক্ষেত্রে ন্যূনতম ২০ থেকে ২৫ দিনের সময় প্রয়োজন হয় তাই সকলকে ধার্যকৃত তারিখের ভিতরে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি ।
বি:দ্র: এবারও বাচ্চাদের জার্সি তৈরি করা হবে যারা নিতে চান তারা অতিরিক্ত ৪০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন।
ধন্যবাদান্তে,
শেখ রনি ইসলাম
মোবা: ০১৯১৩-১২১৯৩৭
নগদ/বিকাশ।
Advertisement
Event Venue & Nearby Stays
Kazi Azhar Ali College, খান জাহান আলী কলেজ, খুলনা, বাংলাদেশ,Rangpur, Khulna, Bangladesh
Tickets