Advertisement
আসসালামু আলাইকুম, প্রিয় যশোরবাসী বছর ঘুরে আবারও আমরা শীত মৌসুমে চলে এসেছি। এই শীতে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা এনে দিতে আমরা আয়োজন করতে চলেছি আমাদের ১৫তম মেগা ইভেন্ট ঐতিহ্য প্রেজেন্ট "উষ্ণতার চাদরে ঢাকুক শীতের রুক্ষতা - (সিজন ১৫)"
আমাদের ইভেন্টের মূল উদ্দেশ্য যশোর শহরে শীতার্ত মানুষ ও পরিবার যথাযথ সার্ভের মাধ্যমে খুঁজে বের করে তাদের হাতে তুলে দেওয়া শীত নিবারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী কম্বল, হুডিসহ অনান্য শীত নিবারণের প্রোডাক্ট। শ্রমজীবী, অসহায় এবং দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়ার মাধ্যমে তাদের পাশে থাকার ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের এই ইভেন্ট।
আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় সামিল হতে পারেন আপনিও।
আপনাদের সামান্য অনুদান এনে দিতে পারে অসংখ্য অসহায় মানুষের মাঝে উষ্ণতা। যে কোনো পরিমাণ অর্থ সহায়তা পাঠাতে পারেনঃ
বিকাশ/নগদ : ০১৯২৮-৮৫১০৮৯
রকেট : ০১৯২৮৮-৫১০৮৯৭
Brack Bank :
Sejim Rahman
A/C: 1068563090001
Dutch Bangla Bank :
Ebna Hassan Tomal
A/C: 1631580104362
Advertisement
Event Venue & Nearby Stays
Jessore, Khulna Division, Bangladesh, Khulna, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.







