শীতের এই কনকনে ঠান্ডায় অনেক মানুষ আজও উষ্ণ পোশাকের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন। সেই সব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেই আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম। আপনার ছোট্ট একটি সহযোগিতা কারও জীবনে এনে দিতে পারে স্বস্তি, নিরাপত্তা ও ভালোবাসার উষ্ণতা।
এই মানবিক উদ্যোগের মাধ্যমে আমরা শিশু, বৃদ্ধ ও দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করব এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। আসুন, মানবতার ডাকে সাড়া দিয়ে একসাথে শীতের কষ্ট লাঘব করি।
📍 স্থান: ঢাকা, বাংলাদেশ
📅 তারিখ: ১৭ জানুয়ারি, ২০২৬
⏰ সময়: দুপুর ২:০০ টা
💳 সহায়তা পাঠাতে পারেন:
bKash / Nagad: +880 1534-996732
📞 যোগাযোগ: +880 1534-996732
আপনার সহানুভূতি ও সহযোগিতাই হতে পারে কারও শীতের দিনে উষ্ণ পরশ। 🤍
আসুন, ভালোবাসা ছড়িয়ে দিই—মানবতার পাশে দাঁড়াই।
Event Venue & Nearby Stays
Dhaka, Bangladesh











