উদীচী, কানাডার এগিয়ে চলার বছর ২৫ - "রক্তকরবী" ও "মায়ার খেলা"

Sat May 11 2024 at 04:00 pm to Sun May 12 2024 at 11:00 pm

49 Felstead Avenue, Toronto | Toronto

Sumon Syeed
Publisher/HostSumon Syeed
\u0989\u09a6\u09c0\u099a\u09c0, \u0995\u09be\u09a8\u09be\u09a1\u09be\u09b0 \u098f\u0997\u09bf\u09df\u09c7 \u099a\u09b2\u09be\u09b0 \u09ac\u099b\u09b0 \u09e8\u09eb - "\u09b0\u0995\u09cd\u09a4\u0995\u09b0\u09ac\u09c0" \u0993 "\u09ae\u09be\u09df\u09be\u09b0 \u0996\u09c7\u09b2\u09be"
Advertisement
এগিয়ে চলার বছর ২৫!!
বন্ধুরা, ১৯৯৮ সালের ৯ ই ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার যাত্রা শুরু হয়েছিল । ২০২৩ সালে কানাডা উদীচী তার ২৫ বছর এ পদার্পন করলো। বিগত ২৫ বছরে আমরা চেষ্টা করেছি কানাডায় বাংলা সংস্কৃতিকে ধারণ করতে এবং আগামী প্রজন্মের কাছে তা তুলে ধরতে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় মুখোর এই ২৫ বছরের বিনম্র যাত্রার স্মৃতি, আমরা একটি উৎসবের মধ্য দিয়ে পালন করতে চাই সকল বাঙালী টরন্টোবাসীদের নিয়ে।
সেই উদ্দেশ্যে আমরা আয়োজন করেছি ২ দিন ব্যাপী এমন এক মিলন মেলা, যা কিনা বাংলা সংস্কৃতির এক পরিপূর্ণ রূপ আমাদের সামনে তুলে ধরবে। মে মাসের ১১, শনিবার ও ১২, রবিবার, বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত আমরা আপনাদের বাংলা সাহিত্যের এক কল্পনার রাজ্যে নিয়ে যেতে চাই। সে জন্যে, এই দুটি সন্ধ্যা আমাদের জন্যে বরাদ্দ রাখুন। দু দিনের অনুষ্ঠান সূচি:
১১ মে, ২০২৪। শনিবার, সন্ধ্যা ৬:টা -১০টা
- সম্মিলিত কণ্ঠে গীতি আলেখ্য (গণ সঙ্গীত)।
- ৫ জন টরন্টো ভিত্তিক ও ১ জন আন্তর্জাতিক গুণী ব্যক্তির প্রতি সংবর্ধনা ও পুরস্কার প্রদান।
- রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি নৃত্যনাট্য "মায়ার খেলা"।
১২ মে, ২০২৪। রবিবার, সন্ধ্যা ৬:টা -১০টা
- সম্মিলিত কণ্ঠে গীতি আলেখ্য (লোক সঙ্গীত)।
- ৫ জন টরন্টো ভিত্তিক ও ১ জন আন্তর্জাতিক গুণী ব্যক্তির প্রতি সংবর্ধনা ও পুরস্কার প্রদান।
- রবীন্দ্রনাথ ঠাকুরের মঞ্চ নাটক, "রক্তকরবী"।
"রক্ত করবী এবং মায়ার খেলা " রবীন্দ্রনাথ ঠাকুরের এই দুটো সৃষ্টি আমাদের সাংস্কৃতিক মূল্যবোধের এক বহিঃপ্রকাশ। যা বর্তমান সময়েও সামাজিক বৈষম্য, প্রেমের বিভিন্ন রূপ এবং এই সমস্ত বিষয়ে শোষিত মানুষ সহ নারীর ভুমিকা সুনিপুন ভাবে ব্যাখা করে। কানাডায় উদীচীর রজত জয়ন্তী উপলক্ষ্যে, কবিগুরুর এই দুটি কালজয়ী সৃষ্টির মধ্য দিয়ে আমরা আজকের এই আধুনিক সমাজে স্বাধীনতা এবং প্রেমেরে অর্থ অন্বেষণ করছি।
সবার সুবিধার্তে এক-এক দিনের আলাদা এবং দু-দিনের একসাথে ডিসকাউন্টেড টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। আপনার পছন্দের টিকিট কেটে ফেলুন এখানে - https://buytickets.at/usgoc/1129520
অথবা যোগাযোগ করুন এই নম্বরে - +16477167074 & +16479828194
Advertisement

Event Venue & Nearby Stays

49 Felstead Avenue, Toronto, Canada

Sharing is Caring: