Advertisement
২৩ আগস্ট ২০২৫, শনিবার, সন্ধ্যা ৭.১৫ মিনিট। নাটকঃউত্তরণ
রচনাঃঅপূর্ব কুমার কুন্ডু
নির্দেশনায়ঃ শুভাশীষ দত্ত তন্ময়
স্থানঃ স্টুডিও থিয়েটার হল' বাংলাদেশ শিল্পকলা একাডেমি,ঢাকা।
অগ্রিম টিকেট-০১৭১৭৭৫৫৬৫৭
টিকেট-(২০০,১০০)।
"উত্তরণ"
●আমেরিকার বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের প্রদত্ত বক্তৃতার অনেক কথার একটি কথা ছিলো, 'পাপী ! মানুষকে পাপী বলাই সব থেকে বড় পাপ '। পূণ্যের পথে যারা আছেন, পরিবার-সমাজ-রাষ্ট্র-আর্ন্তজাতিক পরিসরে যারা এগিয়ে আছেন তাঁরা সর্বক্ষেত্রে -সার্বজনীন ভাবে মূল্যায়িত, প্রশংসিত। তাঁরা সকলের কাছে আদৃত। কিন্তু যারা সুযোগের অভাবে, একটা সুস্থ-স্বাভাবিক ভরন পোষনের অভাবে কিংবা বাধ্য বাধকতায় পথ ভ্রষ্ট, বিপথগামী তাঁরাতো সর্বক্ষেত্রে -সর্বজন দ্বারা পরিত্যাক্ত,অচ্ছুত:,ঘৃনিত এবং অবমূল্যায়িত।অথচ তাঁরাও তো স্বপ্ন দেখে সমাজের মূল স্রোতে ফিরে যেতে,পরিবার-সমাজ -রাষ্ট্রের কাছে আদৃত হতে কিংবা একটু বিশুদ্ধ পরিমন্ডলে আর দশজন মানুষের মতো সামাজিক স্বীকৃতি নিয়ে বাচঁতে। এমন একজন মানুষ উত্তরণ যে তার পঙ্কিল জীবন থেকে ঘুরে দাঁড়াতে চায়,প্রচলিত পথ ভ্রষ্ট জীবন থেকে বেরিয়ে আসতে চায়,দুহাত দিয়ে কুয়াশার মতো ঘিরে ধরা অন্ধকারকে সরিয়ে আলোর পথের যাত্রী হতে চায়। কিন্তু মানু্ষের ভীড়ে মানুষের নির্ধারিত অভিসম্পাতের মাঝে দাঁড়িয়ে উত্তরণরা কি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পায়!কেউ কি পথ প্রদর্শক হয়ে তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবার পথ দেখিয়ে দেয়!উত্তরণদের কি শেষ পযর্ন্ত জীবনে উত্তরণ দেখা দেয় এই নিয়েই নাটক উত্তরণ।নাটক উত্তরণ মনুষত্ব্যের উত্তরনের পথে একটু একটু করে পথ চিনে চিনে,পথ পরিদর্শকের প্রজ্জ্বলিত আলোয় একটু একটু করে নিজেকে রাঙিয়ে নিয়ে,এক সীমানার প্রান্ত ছুঁয়ে সম্মুখে এগিয়ে যায় যেখানে তার মনোজগতের সম্বল, 'পাপী! মানুষকে পাপী বলাই সব থেকে বড় পাপ কারণ অসাধুর মাঝেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে '। নাটক উত্তরণ পথ ভ্রষ্ট মানুষকে অলি-গলি পেরিয়ে রাজপথের যাত্রী হবার পথের তাড়নায় তাড়িত করে সম্মুকে এগিয়ে নেয়।আর সেখানেই উত্তরণ উত্তরণ হয়ে দেখা দেয়।
Advertisement
Event Venue & Nearby Stays
স্টুডিও থিয়েটার হল,বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, ঢাকা।, Dhaka, Bangladesh