Advertisement
আলহামদুলিল্লাহ, উজানী মাদ্রাসার এবছরের বার্ষিক মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। এবছরের মাহফিল আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর অর্থাৎ ১১ ও ১২ পৌষ রোজ বৃহস্পতি ও শুক্রবার মাহফিল অনুষ্ঠিত হবে। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই নির্ধারিত তারিখে মাহফিলের আয়োজন করা হবে। আল্লাহ তা'য়লা আমাদের উক্ত মাহফিলে জিকিরের সহিত দলে দলে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। (আমিন) স্থান: মাদরাসা ময়দান, উজানী, কচুয়া, চাঁদপুর
প্রচারে: আমাদের উজানী নগর 🕌
#UjaniMahfil #UjaniNagar #উজানীনগর
Advertisement
Event Venue & Nearby Stays
উজানী, কচুয়া, চাঁদপুর, Madrasha Road, Ujani, Kachua, Chandpur, Bangladesh,Kachua, Chittagong, Bangladesh