#ঈদের_ছুটিতে_চিটাগং_থেকে_হালের_ক্রেজ_দেবতাখুমে_অভিযান

Thu, 03 Apr, 2025 at 12:00 pm

Chittagong, Chittagong, Chittagong Division, Bangladesh | Chittagong

Travelling Around Bangladesh - TAB
Publisher/HostTravelling Around Bangladesh - TAB
#\u0988\u09a6\u09c7\u09b0_\u099b\u09c1\u099f\u09bf\u09a4\u09c7_\u099a\u09bf\u099f\u09be\u0997\u0982_\u09a5\u09c7\u0995\u09c7_\u09b9\u09be\u09b2\u09c7\u09b0_\u0995\u09cd\u09b0\u09c7\u099c_\u09a6\u09c7\u09ac\u09a4\u09be\u0996\u09c1\u09ae\u09c7_\u0985\u09ad\u09bf\u09af\u09be\u09a8
Advertisement
#ঈদের_ছুটিতে_চিটাগং_থেকে_হালের_ক্রেজ_দেবতাখুমে_অভিযান
এটি Travelling Around Bangladesh (TAB) এর একটি ইভেন্ট।
⏩আমাদের সাথে ইভেন্ট বিষয়ক যেকোন বিষয়ে যোগাযোগ করতে পারবেন এই নাম্বার গুলোতে
★Saikat 01633199810
#দেবতাখুম (Debotakhum)
নৈসর্গীক বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট নিঃসন্দেহে দেবতাখুম এর কাছেই যাবে।দেবতাখুম এর ট্রেইল যেমন সুন্দর তেমনি বন্য।চারিপাশে নিস্তব্ধ সুনসান নিরাবতা, যেন এক ভূতুড়ে পরিবেশ। ফোটা ফোটা পানির শব্দে আরো ভূতুড়ে মনে হবে পরিবেশটা। বিশাল দুটি পাহাড়ের মাঝ দিয়েই চলে গেছে পথ যা ভেলায় করে পারি দিতে হবে। প্রকৃতিকে খুব কাছে থেকে উপভোগ করতে পারবেন এখানটায়। যেন মিশে যাবেন প্রকৃতির সাথে। যাওয়ার পথই আপনাকে বলে দিবে – স্বর্গের পথ কতটা সুন্দর হতে পারে।
#ভ্রমন_তারিখঃ ৩রা এপ্রিল ২০২৫ ।
#ভ্রমণ_খরচঃ পার পারসন ২০০০ টাকা
#আমাদের_প্যাকেজের_মধ্যে_যা_যা_থাকছেঃ
★চিটাগাং - বান্দরবান - চিটাগাং (নন এসি বাসের টিকেট)
★রির্জাভ চান্দের গাড়ী
★গাইডের খরচ
★ সকাল এবং বিকেলের নাস্তা
★দুপুরের খাবার
★দেবতাখুমের ভেলা এবং নৌকা খরচ
★লাইফ জ্যাকেট
★ফার্স্ট এইড সুবিধা
#ট্রিপ_সাইজ- ১৫ জন, আসন ফিলাপ হয়ে গেলে এ যাত্রায় আর কাউকে নিতে পারবো না,তাই দ্রুত কনফার্ম করুন।
⏩মৌখিক কনফার্মেশন কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আসন কনফার্ম করার জন্য আপনাকে ১০০০
+২০ (বিকাশ চার্জ) =১০২০/- টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করতে হবে (অফেরতযোগ্য)। কিংবা সরাসরি হোস্টদের নিকট টাকা জমা দিতে পারবেন।বাকী টাকা ট্যুরের দিন দিতে হবে।
#টাকা_পাঠানোর_উপায়;
★নিচের বিকাশ নাম্বারে পাঠাতে হবে
Saikat 01633199810
⏩ঢাকা বা চিটাগং এর বাহিরে থেকেও যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।
⏩ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।ছেলে/মেয়ে সকলেই যেতে পারবেন।
#প্যাকেজে_যা_যা_থাকছে_নাঃ
★কোন ব্যক্তিগত খরচ এবং ঔষধ
★প্যাকেজের বাইরে কোন খাবার খেলে বা হাইওয়ের নাস্তা এবং প্যাকেজের বাহিরে পানি।
★ইভেন্ট এ উল্লেখ নেই এমন কোনো খরচ
#যা_সাথে_নেওয়া_উচিতঃ
★NID বা Smart Card বা Passport এর ফটোকপি (২ টি করে অবশ্যই) এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
★এংলেট এবং নি-গার্ড
★ট্র্যাকিং/হাঁটার সময় সাথে কিছু শুকনা খাবার যেমন কিসমিস,বাদাম, খেজুর রাখবেন এবং সাথে গ্লুকোজ, স্যালাইন।
★ট্রেকিং উপযোগী হাল্কা জুতা বা স্যান্ডেল
★পানির বোতল (৫০০ এম এল এর ২ টা)।
★তোয়ালে, গোসলের জন্যে কাপড়, অন্যান্য হালকা কাপড়
★পলিথিন (মোবাইল,ক্যামেরা বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য)
#শর্ত_সমুহঃ
★প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
★নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।
★ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।আমরা শালিনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
★প্রতিটি জায়গাই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দ্বায়িত্ব। যেন টুরিসম এর কোন ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
★ইভেন্টে কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
★দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে। দেশের পরিস্থিতির জন্য কিংবা কোন দুর্যোগ কিংবা দুর্ঘটনার জন্য ট্রিপ ক্যানসেল হলে কিংবা দৃশ্যমাণ খরচ বৃদ্ধি পেলে সেটি সবাইকে বহন করতে হবে।
★দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
★সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করত হবে।
⏩আমাদের পেজের ঠিকানাঃ
https://www.facebook.com/Travelling-Around-Bangladesh-TAB-257177858250762/
(ট্যুর যেকোন সময় বাতিলের পুর্ণ ক্ষমতা রাখে ইভেণ্ট আয়োজনকারীরা)
Advertisement

Event Venue & Nearby Stays

Chittagong, Chittagong, Chittagong Division, Bangladesh

Sharing is Caring: