Advertisement
🎓 স্কুলের বন্ধুদের কথা মনে পড়ে? 🌟ব্যস্ততার জীবনে আমরা স্কুলকে পিছনে ফেলে এসেছি।সেই সাথে ফেলে এসেছি প্রিয় বন্ধু,শিক্ষক,স্কুল প্রাঙ্গনকে।টিফিনের ফাঁকে বন্ধুদের সাথে সিঙ্গারা আইস্ক্রিম নিয়ে মারামারি,পড়ালেখা ফাঁকি দিয়ে দূরন্তপনা,ব্যাট-বল হাতে নিয়ে হৈ হুল্লোড়।ফুটবল খেলার নিয়ে মান অভিমান সব মিলিয়ে স্কুল প্রাঙ্গনকে মাতিয়ে রাখা এগুলো সোনালী স্মৃতি।আল-ফারুক ইনস্টিটিউট বান্দরবান এই নামটার সাথে আমাদের শৈশব জীবনের অনেক কিছু জড়িত ছিল।প্রান প্রিয় প্রতিষ্টানের এখন বয়স ৩৫ বছর।টিনের ঘর থেকে তিনতলা বিল্ডিং এর এই পথযাত্রা ছিল কৃতিত্বের। AFI এর প্রাক্তন শিক্ষার্থীদের একান্ত প্রচেষ্টায় গঠিত আল ফারুক ইনস্টিটিউট অ্যালামনাই এসোসিয়েশন (AFIA) আয়োজন করতে যাচ্ছে বান্দরবানের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক ইনস্টিটিউটের ১ম পুনর্মিলনী অনুষ্ঠান ও প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের ৩৫বছর পূর্তি উৎসবের। উক্ত আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হবে প্রিয় স্কুল
প্ৰাঙ্গন।
📌 অনুষ্ঠান স্থান ও তারিখঃ
স্থান: আল-ফারুক ইনস্টিটিউট স্কুল প্রাঙ্গণ।
তারিখ: ২৮শে ডিসেম্বর ২০২৪।
💰 রেজিস্ট্রেশন ফিঃ
প্রাক্তন শিক্ষার্থী: ৮৯৯ টাকা।
বর্তমান শিক্ষার্থী: ৪৯৯ টাকা।
প্রাক্তন শিক্ষার্থীদের অতিথি: ৪৯৯ টাকা।
🎁 রেজিস্ট্রেশনে যা যা থাকছে:
টিশার্ট। 👕
কলম। 🖊️
প্রসপেক্টাস। 📘
বিভিন্ন গেমস। 🎮
পিন ব্যাজ। 🔖
র্যাফেল ড্র। 🎟️
সকাল, দুপুর ও সন্ধ্যার খাবার। 🍱
👨👩👧👦 অতিথিদের জন্য নির্দেশনাঃ
প্রাক্তন শিক্ষার্থীরা চাইলে তাদের স্বামী/স্ত্রী/সন্তান বা কাছের কাউকে অতিথি হিসেবে আনতে পারবেন।
অতিথিরা গিফট সামগ্রী পাবেন না। অতিথিদের জন্য আলাদা রেজিস্ট্রেশন ফি দিতে হবে।
🗓️ অনুষ্ঠান পরিক্রমাঃ
📍 সেশন ০১:
রেজিস্ট্রেশন, সকালের খাবার ও গিফট বিতরণ।
অতিথি আপ্যায়ন ও আলোচনা সভা।
অতিথি ও শিক্ষক সম্মাননা।
📍 সেশন ০২:
দুপুরের খাবার। 🍴
ব্যাচ রিপ্রেজেন্টেশন।
নির্বাচন (অ্যালামনাই এসোসিয়েশন)।
📍 সেশন ০৩:
TBA (Big Surprise)
📍 সেশন ০৪:
সাংস্কৃতিক অনুষ্ঠান। 🎶
র্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণ।
এসোসিয়েশন কমিটি ঘোষণা।
📍 সেশন ০৫:
অনুষ্ঠানের সমাপ্তি।
💰 আমাদের পেমেন্ট মেথডগুলো হলোঃ
বিকাশঃ 0 1828-335610
নগদঃ 01533045124
(বিকাশ ও নগদের ক্ষেত্রে ক্যাশআউট চার্জসহ প্রেরণ করবেন)
ব্যাংকঃ ১ -
Name : Khandaker Md. Akhluk Hossen
Bank : Islami Bank Bangladesh Limited.
Branch : Bandarban
Account Number : 20502976700091513
ব্যাংকঃ ২ -
Name : AL AMIN PAINTS
Bank : NCC Bank.
Branch : Keranihat
Account Number : 0058-0210012361
📞 যোগাযোগ করুন: যেকোনো প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করুন! 💌
* শহীদ ধ্রুব
মোবাইলঃ ০১৮৩৪৯১০৯৪০
* আবু বকর সিদ্দিক
মোবাইলঃ ০ ১৮৩৮১৩৬০৪৭
* শুভ সাখাওয়াত
মোবাইলঃ ০১৫১৫৬০৪১২৪
* মোঃ আমান উল্লাহ
মোবাইলঃ ০১৭৭২০৪০১২১
* জিলহাজ উদ্দিন জেকি
মোবাইলঃ ০১৫২১২১৮৭১৪
* ডাঃ বেনাজির জাহাঙ্গীর নুয়েল
মোবাইলঃ ০১৭৩২৯১২৪৫৬
* খালিদ বিন নজরুল
মোবাইলঃ ০১৮২৮৩৩৫৬১০
* আখলাক হোসেন
মোবাইলঃ ০১৫৩৫০৮৮০১৫
* ইমতিয়াজ আজাদ
মোবাইলঃ ০১৫৫৬৭৪১০১৯
* আব্দুল্লাহ মাওয়াজ সানিম
মোবাইলঃ ০১৫৫৩৩২৪২৬০
দেখা হচ্ছে ২৮শে ডিসেম্বর। সবার জন্য শুভ কামনা।
Advertisement
Event Venue & Nearby Stays
Al Faroque Institute, Bandarban, Chittagong, Bangladesh
Tickets