আমার চোখে বিজয় - শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৪ (৬ষ্ঠ আসর)

Mon Dec 16 2024 at 08:00 am to 04:00 pm UTC+06:00

National Bank Public Schol and College | Dhaka

Youthpreneur Network
Publisher/HostYouthpreneur Network
\u0986\u09ae\u09be\u09b0 \u099a\u09cb\u0996\u09c7 \u09ac\u09bf\u099c\u09df - \u09b6\u09c0\u09b0\u09cd\u09b7\u0995 \u099a\u09bf\u09a4\u09cd\u09b0\u09be\u0999\u09cd\u0995\u09a8 \u09aa\u09cd\u09b0\u09a4\u09bf\u09af\u09cb\u0997\u09bf\u09a4\u09be \u09e8\u09e6\u09e8\u09ea (\u09ec\u09b7\u09cd\u09a0 \u0986\u09b8\u09b0)
Advertisement
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে শিল্পীর চোখে ফুটিয়ে তুলতে ‘আমার চোখে বিজয় – শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা’র এই আয়োজন।
সম্ভাব্য তারিখঃ ১৬ই ডিসেম্বর, ২০২৪ (সোমবার)
সম্ভাব্য ভেন্যু: ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজ (মগবাজার শাখা, ঢাকা)

ক্যাটাগরি:
প্রি প্রাইমারি – শিশু শ্রেণি (প্লে/নার্সারি/কে.জি)
প্রাইমারি - ১ম - ৫ম
জুনিয়র - ৬ষ্ঠ - ৮ম
সেকেন্ডারি - ৯ম, ১০ম
হায়ার সেকেন্ডারি – একাদশ ,দ্বাদশ

সেগমেন্ট:
চিত্রাঙ্কন প্রতিযোগিতা-
মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি আঁকতে হবে। তবে ছবি আঁকার নির্দিস্ট বিষয় ইভেন্ট এর দিন প্রতিযোগিতা শুরুর ১৫ মিনিট আগে জানিয়ে দেয়া হবে। আয়োজকদের পক্ষ থেকে শুধুমাত্র ছবি আঁকার কাগজ সরবরাহ করা হবে। ছবি আঁকার বাকি সরঞ্জাম প্রতিযোগীকে নিয়ে আসতে হবে।
ছবি আঁকার জন্য দেড় ঘন্টা সময় দেয়া হবে।

রেজিস্ট্রেশন ফিঃ ৩১০ টাকা মাত্র
রেজিস্ট্রেশন করা যাবে শুধুমাত্র অনলাইনে।
রেজিস্ট্রেশন করার নিয়মাবলীঃ
১) অনলাইন রেজিস্ট্রেশন করতে -
- প্রথমে আমাদের অফিসিয়াল মার্চেন্ট নাম্বার এ রেজিস্ট্রেশন ফি এর টাকা পাঠাতে হবে।
মার্চেন্ট নাম্বার - 01313631077
বিকাশ/নগদ/উপায়/ট্যাপ/ওকে ওয়ালেট - এই ৫ টি মাধ্যমের যে কোন একটি মাধ্যম দিয়ে ফি পাঠাতে হবে।
ফি পাঠানোর সময় 'পেমেন্ট' অপশন সিলেক্ট করতে হবে।
রেফারেন্স দিতে হবে - Victory
ফি পাঠানোর পর সেই ট্রানজেকশন এর 'ট্রানজেকশন আইডি (TrxID)' এবং যে নাম্বার থেকে ফি পাঠানো হয়েছে সে নাম্বারটি সংরক্ষণ করতে হবে।
অনলাইন রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত ফর্ম এ নিজের তথ্য গুলো প্রদান করার সময় ফর্ম এ উল্লেখিত অপশন এ রেজিস্ট্রেশন ফি এর সেই ট্রানজেকশন আইডি এবং যে নাম্বার থেকে ফি পাঠানো হয়েছে সেটি উল্লেখ করতে হবে।
তাহলেই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।
উল্লেখ্য যে, ফি পাঠানোর সময় 'পেমেন্ট' অপশনে রেফারেন্স কোড না লিখলে/ভুল লিখলে সেই পেমেন্ট গ্রহণ করা হবে না।
পাশাপাশি ফর্ম এ ট্রানজেকশন আইডি এবং যে নাম্বার থেকে ফি পাঠানো হবে সেটি উল্লেখ না করলে রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না।
অনলাইন রেজিস্ট্রেশনের ফর্ম -
(লিংক দ্রুত দেয়া হবে)
অন্যান্য নিয়মাবলী:
১) রেজিস্ট্রেশন ফি ছাড়া কোন রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না।
২) রেজিস্ট্রেশন এর শেষ সময় ১৪ই ডিসেম্বর, ২০২৪। এরপর আর কোন রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে না।
৩) রেজিস্ট্রেশন এর সময় শেষ হবার পর সবাইকে ই-মেইলে একটি প্রবেশ পত্র পাঠানো হবে। প্রবেশ পত্রটি অবশ্যই প্রিন্ট করে প্রতিযোগিতার দিন সাথে আনতে হবে।
যে সকল কারণে রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে:
১) অনলাইন ফর্মে নিজের সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে।
২) অনলাইন রেজিস্ট্রেশনের সময় ভুয়া ট্রানজেকশন আইডি এবং ভুয়া নাম্বার প্রদান করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে।
৩) ইভেন্ট এর আগে অথবা পরে অথবা ইভেন্ট চলাকালীন সময়ে কোন শিক্ষার্থী/অভিভাবক সোশ্যাল মিডিয়া বা অন্য যে কোন মাধ্যমে ইভেন্ট, আয়োজক কর্তৃপক্ষ নিয়ে কোন নেতিবাচক মন্তব্য প্রকাশ করলে এবং মিথ্যাচার করলে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে।
উপরিউক্ত যে কোন দোষে কোন শিক্ষার্থী দোষী সাব্যস্ত হলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে। এক্ষেত্রে আয়োজক কর্তৃপক্ষ সেই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
পুরস্কার:
১) প্রত্যেক ক্যাটাগরি থেকে সেরা ৫ জনকে পুরস্কৃত করা হবে।
২) অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের সার্টিফিকেট প্রদান করা হবে।
বিশেষ দ্রষ্টব্য:
১) ইভেন্ট এর রেজিস্ট্রেশন ফি অফেরতযোগ্য ।
২) Youthpreneur Network এই প্রতিযোগিতায় যে কোন পরিবর্তন, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন এবং এই প্রতিযোগিতার কল্যাণে যে কোন সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে এবং এ ব্যাপারে অন্য কোন প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছে কোনরূপেই দায়বদ্ধ নয়।
যোগাযোগ:
দীপ চৌধুরী
অপারেশন্স কো-অর্ডিনেটর
ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক
০১৪০৮৩৪৯৭৫৫
Advertisement

Event Venue & Nearby Stays

National Bank Public Schol and College, National Bank Public Schol and College, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh

Tickets

Sharing is Caring:

More Events in Dhaka

\u0989\u09a6\u09cd\u09af\u09cb\u0995\u09cd\u09a4\u09be\u09a6\u09c7\u09b0 \u09a8\u09bf\u09df\u09c7 \u09ac\u09bf\u099c\u09df \u09ae\u09c7\u09b2\u09be
Sun Dec 15 2024 at 10:00 am উদ্যোক্তাদের নিয়ে বিজয় মেলা

লাইসিয়াম কনফারেন্স সেন্টার

CREATINOVA 2.0, The 2nd MCPSC Science Carnival - 2023
Sun Dec 15 2024 at 03:00 pm CREATINOVA 2.0, The 2nd MCPSC Science Carnival - 2023

Mirpur Cantonment Public School & College

Winter Wonderland
Sun Dec 15 2024 at 05:00 pm Winter Wonderland

Jolshiri Central Park

Green Run 7.5K VR 2025
Mon Dec 16 2024 at 12:00 am Green Run 7.5K VR 2025

6/2, Eastern Plaza, 70 Bir Uttam CR Datta Road, Dhaka-1205, 1205

\u0997\u09a3 \u09ac\u09bf\u09df\u09c7 \u0985\u09a8\u09c1\u09b7\u09cd\u09a0\u09be\u09a8 - Dhaka University
Mon Dec 16 2024 at 06:00 am গণ বিয়ে অনুষ্ঠান - Dhaka University

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Grade Test Shaolin & Wudang Kung Fu Academy BD
Mon Dec 16 2024 at 07:00 am Grade Test Shaolin & Wudang Kung Fu Academy BD

Kalabagan Krira Chakra Field

\u09a6\u09c1\u09b0\u09cd\u09a8\u09c0\u09a4\u09bf\u09ac\u09be\u099c\u09a6\u09c7\u09b0 \u09ae\u09bf\u09b2\u09a8 \u09ae\u09c7\u09b2\u09be \u099a\u09be\u0987 \ud83d\udcaa
Mon Dec 16 2024 at 10:00 am দুর্নীতিবাজদের মিলন মেলা চাই 💪

সোহরাওয়ার্দী উদ্যান

\u0986\u09b8\u09bf\u09ab \u09b8\u09cd\u09af\u09be\u09b0\u0995\u09c7 \u09a2\u09be\u09ac\u09bf\u09b0 \u09a6\u09b0\u09cd\u09b6\u09a8 \u09ac\u09bf\u09ad\u09be\u0997\u09c7\u09b0 \u099a\u09c7\u09df\u09be\u09b0\u09ae\u09cd\u09af\u09be\u09a8 \u09b9\u09bf\u09b8\u09c7\u09ac\u09c7 \u09a6\u09c7\u0996\u09a4\u09c7 \u099a\u09be\u0987\u0964
Mon Dec 16 2024 at 04:00 pm আসিফ স্যারকে ঢাবির দর্শন বিভাগের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়

Pizeon Home Textiles Outlet Grand Opening
Mon Dec 16 2024 at 05:00 pm Pizeon Home Textiles Outlet Grand Opening

Uttara Square,Sonargaon Janapath Road,Uttara, 1230 Dhaka, Bangladesh

Visit us \ud83d\ude97
Mon Dec 16 2024 at 05:00 pm Visit us 🚗

Cha Ghar - চা ঘর

ABDULLAH AL ALVI
Mon Dec 16 2024 at 11:00 pm ABDULLAH AL ALVI

Savar Cantonment

New Management of TV Today
Mon Dec 16 2024 at 11:59 pm New Management of TV Today

Bangabandhu Satellite

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events