Advertisement
সৌন্দর্য আর বৈচিত্র্যের লীলাভূমি বান্দরবান। উঁচুনিচু পথ, পাহাড়ের শরীর জুড়ে ঘন সবুজের সমারোহ যেন একেঁবেঁকে চলে গেছে গভীর থেকে আরো গভীরে। বান্দরবানের গহীনের সৌন্দর্য যেমন দুর্গম তেমনি রহস্যময়তার মায়াজালে ঘেরা। এই ভয়ঙ্কর সৌন্দর্য হাতছানি দিয়ে ডাকে এ্যাডভেঞ্চারপ্রিয় ভ্রমণ পিপাসুদের। তাইতো সুযোগ পেলেই তারা ছুটে যায় বান্দরবানের পানে দুর্নিবার আকর্ষণে।♥আন্ধারমানিক, বান্দরবানের গহীনে লুকিয়ে থাকা তেমনি এক শান্ত, সুন্দর, শীতল গন্তব্যের নাম। সাঙ্গু নদীর উজানে যেখান থেকে সাঙ্গু রিজার্ভ ফরেস্টের শুরু ঠিক সেখানটায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে থাকা আন্ধারমানিক যেন চেনা পৃথিবীর বাইরের কোনো জগত। নামের মতই রহস্যময় আন্ধারমানিকের পরিবেশ। এই নৈসর্গিক সৌন্দর্যময় স্থানটি নিজের চোখে না দেখলে অনুভব করতে পারবেন না এর বিশালতা। প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি এই আন্ধারমানিক। সূর্যের আলো কম পৌঁছার কারণে জায়গাটি সবসময় অন্ধকার দেখা যায়। সম্ভবত এই কারণেই এর নাম হয়েছে আন্ধারমানিক।
বান্দরবানের থানচি উপজেলার বড় মদক এলাকায় আন্ধারমানিক এর অবস্থান। আন্ধারমানিকের মূল আকর্ষণ হল নারেসা ঝিরি। ঝিরির দুইপাশ ৬০/৭০ ফুট পাথরের দেয়াল সমান্তরাল ভাবে অনেক দূর চলে গেছে। মনে হবে মানুষের তৈরি কংক্রিটের ঢালাই দেয়া দেয়াল।
গভীর জঙ্গলে ঢাকা আন্ধারমানিকের ভেতর, যা আসলে সাঙ্গুরই একটি অংশ। নদীর গভীরতা এখানে অনেক বেশি। দুই পাশে পাহাড়ের খাড়া প্রাচীর। পাহাড়ের দেয়াল খাড়া নেমে গেছে পানির গভীর তল পর্যন্ত। এখানে পাহাড়ের উঁচু উঁচু গাছ ভেদ করে সূর্যের আলো পৌঁছায় কম। যা এ স্থানটিকে করে তোলে রহস্যময়। বিভিন্ন প্রজাতির পুরনো বৃক্ষের ডালপালার ছায়ায় ঢাকা এবং শুনশান নীরব চারপাশ। মাছরাঙা ফুড়ুৎ করে উড়ে এসে ঠোঁটে তুলে নিয়ে যাচ্ছে ছোট রূপালী মাছ। একাধিক ঝরনার ঝিরিঝিরি শব্দ যেনো অতি পরিচিত কোনো গানের সুর হয়ে বাজতে থাকে অনবরত। আন্ধারমানিকের নিথর সবুজ পানির বুকে বিলি কেটে নৌকা নিয়ে এগিয়ে চলার অনুভূতি সত্যিই বর্ণনাতীত। পাহাড়, ঝর্ণা, পাথর আর সবুজের বন্যরূপের নৈসর্গিক সৌন্দর্যের আন্ধারমানিকের রূপ আপনার স্মৃতির মণিকোঠায় থাকবে সারাজীবন।
❑ ট্যুর ইনফরমেশন :
যাত্রা শুরু : [ ৭ ই নভেম্বর, 2024ইং ]
[ রাত ১১:০০ টায় ঢাকা থেকে
যাত্রা শেষ : [ ১৩ ই নভেম্বর, 2024ইং ]
[ ঢাকায় ভোর ৬ টায়
#ভ্রমণের খরচ: জন প্রতি
ঢাকা থেকে ৮৫০০/ টাকা
বুকিং মানি: ৩,০৬০ টাকা (অফেরতযোগ্য)
বুকিং: ৩,০৬০ টাকা ইভেন্ট হোস্টের কাছে পাঠিয়ে আপনার বুকিং কনফার্ম করুন।
বিকাশ : 01972689596(Personal)
সময়কাল: ৫দিন (আসা, যাওয়া সহ)
আসন সংখ্যা: ৮-১২ জন
ইভেন্ট ডিটেইলস:
ইভেন্ট ডিটেইইলস যারা কনফার্ম করবেন তাদের ইনবক্সে জানিয়ে দেওয়া হবে।
#যা যা থাকছে এর মধ্যে :
- ঢাকা-আলীকদম যাওয়া আসা বাস ভাড়া
- প্রতি বেলার খাবার খরচ
- নৌকা ভাড়া
- গাইড এর খরচ
-শুকনা খাবার খরচ
-থাকার খরচ
#যা_যা থাকছেনা:
- কোন ব্যক্তিগত খরচ
- বাসের যাত্রাবিরতির খাবার
#যা যা নিতে হবে:
- জাতীয় পরিচয়পত্র ৮ কপি।।
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই আরামদায়ক হয়।
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- প্রয়োজনীয় ঔষধ
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (কোন প্রকার বিদ্যুৎ সংযোগ থাকবে না)
-সাথে নিজের পানির বোতল নিজেকেই বহন করতে হবে।
আমাদের ট্যুরের ক্যান্সেল পলিসিঃ
*** বুকিং মানি টোটালি অফেরতযযোগ্য। কারন আপনার বুকিং মানির উপরই বাসের টিকিট, লোকাল ট্রান্সপর্ট, গাইড সব কিছু এডভান্স করা হয়।
**বুকিং অথবা যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন:
সম্রাট :- 01680139540
জুনায়েদ :- 01972689596
Advertisement
Event Venue & Nearby Stays
নারিশ্যা ঝিরি/ আন্ধার মানিক থানচি বান্দরবান, Baipail, Dhaka, Bangladesh