Advertisement
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,তোমরা ইতিমধ্যেই জানো যে, প্রতি বছরের মতো এবারও রাজবাড়ী পলিটেকনিক ভর্তি কোচিং থেকে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। আগামী ১১/১২/২০২৫ ইং, বৃহস্পতিবার বিকেলে আমরা সিলেট এর উদ্দেশ্যে আনন্দ ভ্রমণের জন্য রওনা দিবো।
যারা শিক্ষা সফরে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে ২০০০ টাকা জমা দিয়ে নিজ নিজ আসন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।
মনে রাখবে—৫২টি আসন পূর্ণ হলে আর কাউকে নেওয়া হবে না।
🔰 ভ্রমণের সময়সীমা: ২ রাত, ১ দিন
🔰 নোট: উল্লিখিত টাকা ছাড়া অতিরিক্ত কোনো টাকা লাগবে না।
যে কোনো প্রকার তথ্য বা জিজ্ঞাসার জন্য ইনবক্সে মেসেজ করবে।
Advertisement
Event Venue & Nearby Stays
Sylhet, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.








