আনন্দ আসর ২০২৫, Presented By Realtor Mohi Rahamatullah

Sat, 19 Apr, 2025 at 06:00 pm UTC-04:00

Grand Cinnamon Banquet & Convention | Unionville

IM Creative Lab - IMCL
Publisher/HostIM Creative Lab - IMCL
\u0986\u09a8\u09a8\u09cd\u09a6 \u0986\u09b8\u09b0 \u09e8\u09e6\u09e8\u09eb, Presented By Realtor Mohi Rahamatullah
Advertisement
প্রিয় বন্ধুরা,
শীতের আমেজ কেটে যাওয়ার অপেক্ষায় আমরা সবাই। মজার কথা হলো, এবারের শীতের কষ্ট খুব দ্রুত কেটে যাবে। কেন জানেন? কারন আর মাত্র কিছুদিন পরেই শুরু হবে পবিত্র মাহে-রমজান। সেই সাথে ঈদের কিছুদিন পরেই আসছে বাংলা নববর্ষ উদযাপনের সময়। এই দুইটি আনন্দের উপলক্ষ একসাথে উদযাপনের জন্য টরন্টোর প্রখ্যাত রিয়েলটর, মহি রহমত উল্লাহ হাজির হচ্ছেন বিশেষ আয়োজন "আনন্দ আসর" নিয়ে। নাম শুনে নিশ্চই বুঝতে পারছেন আনন্দে, মজায়, নাচে, গানে পরিপূর্ণ একটি সন্ধ্যা উপহার পেতে যাচ্ছে টরন্টোর প্রিয় সব মানুষগুলো। আর এই অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে থাকছে IMCL.
আমরা যারা ক্যানাডায় বসবাস করি, তারা প্রতিদিন আমাদের বাংলাদেশ কে মিস করি। গ্রাম বাংলার মেঠোপথে ঘুরে বেড়ানোর আনন্দ, নৌকায় করে পূবালী বাতাসে ভাসার আনন্দ, পাড়ার মোড়ে চা দোকানের আড্ডার আনন্দ, শরতের কাশবনে বিকেলের রোদ মাখার আনন্দ... আরও কত কি আমাদের মনে ঘুরপাক খায়। সেই সব আনন্দের ছোঁয়া এক ছাদের নিচে পাওয়ার জন্য এখনই ক্যালেন্ডারে ১৯শে এপ্রিল বুক করে রাখুন এবং চলে আসুন রিয়েলটর মহি রহমত উল্লাহ'র আয়োজন "আনন্দ আসর" এ।
চলুন এক নজরে দেখে নেয়া যাক এই "আনন্দ আসর" এ কি কি থাকছে:
- অনুষ্ঠানের স্থান হলো বিখ্যাত গ্র‍্যান্ড সিনেমন ব্যাংকুয়েট হল
- গ্র‍্যান্ড সিনেমন এর সবচেয়ে লোভনীয় ও সুস্বাদু খাবার মেন্যু থাকছে আপনাদের ডিনারে
- জমকালো হলটির ভেতরে পাবেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দারুন সব ফটোবুথ, যা আপনাকে নিয়ে যাবে একটুকরো বাংলায়।
- আপনাদের সরাসরি অংশগ্রহণে থাকছে নানা ধরনের মজার খেলা ও দারুন সব পুরষ্কার।
- একটি বিশেষ অংশে থাকছে ফ্যাশন শো, যার পোষাক সরবরাহ করছে 12 Clothing। আর মডেল কারা জানেন আপনাদেরই আশেপাশের সুদর্শন মডেলরা। 🌷🌷
- এই অনুষ্ঠানে কি নেই! নাচে গানে ভরা পুরো এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিখ্যাত অভিনেতা টনি ডায়েস। তার কন্ঠের জন্য পাগল তো আমরা সবাই। 💜🌹
- নাচের তালে আপনাদের মাতাবেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস। 💝
- শুধু তাই নয়, আরও থাকছে সবার প্রিয় ইত্তেলা আলী ও তার দলের ভিন্নরকম পার্ফরম্যান্স।💖
- সবাইকে "কবিতা পড়ার প্রহর" এর সেই স্মৃতিতে নিয়ে যাবেন আমাদের সবচেয়ে বড় আকর্ষণ, বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কন্ঠশিল্পী সামিনা চৌধুরী। 💚🎤🎼
- থাকছে র‍্যাফেল ড্রয়ে আকর্ষণীয় উপহার জিতে নেয়ার সুযোগ।
- আর DJ’র তালে তালে নাচ তো থাকছেই 🌷💜
ঈদের খুশি কাটতে না কাটতেই নববর্ষ! আর এই দুই আনন্দের মুহূর্তকে স্মরণীয় ভাবে উদযাপন করার এই সুযোগ লুফে নিন।
সীমিত সময়ের বিশেষ Early Bird Discounts এর সুযোগ নিন, আজই আপনার আসন নিশ্চিত করুন।
তারিখ: ১৯ এপ্রিল, ২০২৫
স্থান: গ্র‍্যান্ড সিনেমন ব্যাংকুয়েট হল
সময়: সন্ধ্যা ৬টা
Ticket Price:
- Adult Single Seat (13+) - Reg $75 (Early Bird @20% Discount - $60)
- Child Single Seat (4-12) - Reg $50 (Early Bird @20% Discount - $40)
- Table for 10 - Reg $700 (Early Bird Flat Discount - $550)
Click here to buy - https://buytickets.at/imcl/1534405
Advertisement

Event Venue & Nearby Stays

Grand Cinnamon Banquet & Convention, 3895 McNicoll Ave, Toronto, ON M1X 0C1, Canada,Toronto, Ontario, Unionville

Tickets

Sharing is Caring: