Advertisement
দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোনিয়েশন২৬ ডিসেম্বর শতবর্ষ উদযাপন অনুষ্ঠান।
সম্মানিত সুধী,
ঈদুল আজহার আগাম শুভেচ্ছা। অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, আগামী ২৬ ডিসেম্বর, ২০২৫ (শুক্রবার) দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে। গতকাল শুক্রবার দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের বিস্তারিত পরবর্তীতে অবহিত করা হবে।
প্রসঙ্গত আসন্ন ঈদুল আজহার পরপরই অনুষ্ঠানটি করার ‘সম্ভাব্য’ দিন ধার্য ছিল। তবে বিদ্যমান প্রতিকূল আবহাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠানটির দিন পিছিয়ে নির্ধারণ করা হলো। অনুষ্ঠানের দিন নির্ধারণের ক্ষেত্রে শীতকালের একদম শুরুতে হালকা ঠান্ডা পরিবেশ (১১ পৌষ), শিশুদের বার্ষিক পরীক্ষা সম্পন্ন হয়ে ছুটিতে থাকা এবং আগের দিন বড়দিনের সরকারি ছুটি থাকার বিষয়গুলো বিবেচনায় নেয়া হয়েছে - কারণ এমন পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে শহুরে সদস্যরাও গ্রামের বাড়িতে গিয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করা সহজ হবে।
ধন্যবাদ
মাহমুদুল আলম
সাধারণ সম্পাদক
কার্যনির্বাহী কমিটি
দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন
তারিখ : ৩১ মে, ২০২৫
Advertisement
Event Venue & Nearby Stays
Dalta Rahmania High School দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়, Sudarban Courier Service, Begumganj Main Road, লক্ষীপুর, বাংলাদেশ, Barisal, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.






