Advertisement
অ'ভিশাপ তো দিতে পারবো না, দিতে চাইও না, তবে এইটুকুই শুধু চাইবো, তোমার মতই একজন যেন তোমার জীবনে আসে; কথা দিয়ে কথা না রাখুক, ভালোবেসে আগলে না রাখুক, ছেড়ে না যাওয়ার শপথ নিয়েও ছেড়ে চলে যাক, স্বপ্ন দেখিয়ে সে স্বপ্ন ভে'ঙে'চু'রে এ'কাকার করে দিক, গল্প করতে করতে ভোর হয়ে যাওয়া রাত গুলো দী'র্ঘ'শ্বা'সে ভরে উঠুক, তবেই না তুমি বুঝবে;
তবেই না তুমি বুঝবে তুমি ঠিক কেমন একটা মানুষ, আদো মানুষ হয়েছ কি না স'ন্দেহ আছে, মানব জন্ম পেলেই তো আর মানুষ হওয়া যায় না;
মানুষ হতে গেলে তো মনুষ্যত্ব থাকতে হয়, থাকতে সুন্দর একটা হৃদয়, তোমার তো সবটাই ছিলো মি'থ্যে অ'ভিনয়ের আশ্রয়;
একতরফা অ'ভিনয় হলেও এক তরফা তো ভালোবাসাই ছিলো, তাই তো তুমি নি'র্দ্বিধায় এতোটা পো'ড়া'তে পেরেছ;
অ'ভি'যো'গ নেই কোনো অ'ভি'শা'পও দিবো না, জীবনটা ভরে উঠুক তোমার, তোমার মতই পেয়ে একজনা;
"অ'ভি'শা'প দিতে পারবো না"
Advertisement
Event Venue & Nearby Stays
গৌরনদী,বরিশাল।, Gournadi, Dhaka, Bangladesh