অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫, অমর একুশে হল

Fri, 19 Sep, 2025 at 10:00 am UTC+06:00

Amar Ekushey Hall, Dhaka University | Dhaka

\u098f\u0995\u09c1\u09b6\u09c7 \u09a1\u09bf\u09ac\u09c7\u099f\u09bf\u0982 \u0995\u09cd\u09b2\u09be\u09ac (Ekushey Debating Club)
Publisher/Hostএকুশে ডিবেটিং ক্লাব (Ekushey Debating Club)
\u0985\u09a8\u09cd\u09a4\u0983\u09b9\u09b2 \u09ac\u09bf\u09a4\u09b0\u09cd\u0995 \u09aa\u09cd\u09b0\u09a4\u09bf\u09af\u09cb\u0997\u09bf\u09a4\u09be \u09e8\u09e6\u09e8\u09eb, \u0985\u09ae\u09b0 \u098f\u0995\u09c1\u09b6\u09c7 \u09b9\u09b2
Advertisement
❝বাংলা আমার প্রজ্বলিত গৌরব, উচ্চকিত প্রত্যয়❞
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, ভাষার শৈলী ও সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে অন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা, ২০২৫। একুশে ডিবেটিং ক্লাবের উদ্যোগে প্রতিবছর অনুষ্ঠিত এই প্রতিযোগিতা বাংলা ভাষার গৌরব ও যুক্তির দীপ্তিকে তুলে ধরে। ২০২৫ সালের আয়োজনটি হবে এই ধারাবাহিকতার একটি অধ্যায়, যেখানে ভাষা, যুক্তি ও আবেগের সম্মিলনে গড়ে উঠবে এক অনন্য বিতর্ক উৎসব।
📜 প্রতিযোগিতার সাধারণ নিয়মাবলি:
• ১। বিতর্ক পদ্ধতি: প্রতিটি বিতর্ক সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
• ২। প্রতিযোগিতার বিভাগ ও সময়সূচি:
o ২২শে আগস্ট, ২০২৫, শুক্রবার
• ৩। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীঃ
o অমর একুশে হলে সংযুক্তি-প্রাপ্ত ২০২২-২৩, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ
• ৪। প্রতিযোগিতার কাঠামো:
o তিন রাউন্ড: ট্যাব পদ্ধতিতে
o ট্যাব শেষে: সরাসরি সেমিফাইনাল
o ফাইনাল বিতর্ক: চতুর্দশ জাতীয় ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতার ফাইনালের দিন
• ৫। সময়সীমা:
o গঠনমূলক বক্তব্য: ৫ মিনিট
 সতর্ক সংকেত: ১ম, ৪র্থ ও ৫ম মিনিটে
o যুক্তিখণ্ডন: ৩ মিনিট
 সতর্ক সংকেত: ১ম ও ৩য় মিনিটে
• ৬। POI, POO এবং POP: ২য় মিনিট থেকে ৪র্থ মিনিটের মধ্যে উত্থাপনযোগ্য।
• ৭। ভাষা ব্যবহার: বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে ইংরেজি শব্দের অতিরিক্ত ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে।
• ৮। সময় সংক্রান্ত নির্দেশনা:
o সময়মত উপস্থিতি
o সময়মত বক্তব্য সমাপ্তি
o সময়মত যোগাযোগ দলসমূহকে “অতিরিক্ত সতর্কতা” অবলম্বনের জন্য উৎসাহিত করা হচ্ছে।
• ৯। বিচারকার্য: বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত। বিচারকদের প্রশ্নে আপোসহীন অবস্থান গ্রহণ করা হবে।
• ১০। সহযোগিতা: বিতর্ক ও উৎসব সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তে কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য প্রতিটি দল ও তার্কিকদের বিনীত অনুরোধ করা হলো।
• ১১। সাইলেন্ট রাউন্ড: তিন রাউন্ড ট্যাবের মধ্যে এক/দুই রাউন্ড বিতর্ক সাইলেন্ট অনুষ্ঠিত হবে।
• ১২। নিবন্ধন: অনলাইন নিবন্ধনের সর্বশেষ সময়— ১৭ আগস্ট, ২০২৫। নিবন্ধন ব্যতীত কোনো দলকে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না।
• ১৩। নিবন্ধন লিংক- https://forms.gle/fhWhY4dcc2efdT516
যোগাযোগঃ
সাদ আহমেদ, সভাপতি, একুশে ডিবেটিং ক্লাব, 01568700459
রবিউল ইসলাম, সাধারন সম্পাদক, একুশে ডিবেটিং ক্লাব, 01568948242
Advertisement

Event Venue & Nearby Stays

Amar Ekushey Hall, Dhaka University, Dhaka, Bangladesh

Sharing is Caring:

More Events in Dhaka

Bangladesh Youth Climate, Sustainability and Innovation Summit 2025
Fri, 19 Sep at 08:00 am Bangladesh Youth Climate, Sustainability and Innovation Summit 2025

Daffodil International University

4th GMC National Math Carnival -2025
Fri, 19 Sep at 08:00 am 4th GMC National Math Carnival -2025

St. Gregory's High School and College, 82 Municipal Office Street, Luxmibazar, 1100 Dhaka, Bangladesh

EXTRO PRESENT 2025 FOOTBALL TROUNAMENT
Fri, 19 Sep at 08:00 am EXTRO PRESENT 2025 FOOTBALL TROUNAMENT

Kick-off Gaming Zone

Greenherald Cosmic Carnival
Fri, 19 Sep at 08:00 am Greenherald Cosmic Carnival

24 Asad Avenue, Mohammadpur, 1207 Dhaka, Bangladesh

Art and Good Hand writing competition
Fri, 19 Sep at 09:00 am Art and Good Hand writing competition

Near Gulshan-2 Jhilpar,Shahjadpur,Gulshan,Dhaka

Real-time PCR Hands-on Training
Fri, 19 Sep at 09:00 am Real-time PCR Hands-on Training

Green road, 1215 Dhaka, Bangladesh

Autumn & Puja Elegenza by Zipporah Events
Fri, 19 Sep at 11:00 am Autumn & Puja Elegenza by Zipporah Events

Six Seasons Hotel, Gulshan 2, Dhaka, Banglsdesh

MACES International Education Meet 2025 (Dhaka)
Fri, 19 Sep at 11:00 am MACES International Education Meet 2025 (Dhaka)

The Westin Dhaka

\u201c\u09aa\u09c1\u09a4\u09c1\u09b2\u09ac\u09c7\u09b2\u09be-Dollhood\u201d
Fri, 19 Sep at 11:00 am “পুতুলবেলা-Dollhood”

Dhaka Bangladesh, Dhaka, Dhaka Division, Bangladesh

1st Anniversary & Travel & Tourism Career Summit
Fri, 19 Sep at 04:00 pm 1st Anniversary & Travel & Tourism Career Summit

Bissho shahitto kendro.Dhaka

\u0997\u09cd\u09b2\u09be\u09b8 \u09aa\u09c7\u0987\u09a8\u09cd\u099f\u09bf\u0982 \u09b6\u09bf\u0996\u09c1\u09a8
Fri, 19 Sep at 04:00 pm গ্লাস পেইন্টিং শিখুন

Uttara, Sector 11, Dhaka 1230

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events