📍 স্থানঃ প্যান প্যাসিফিক সোনারগাঁও, কাওরান বাজার, ঢাকা।
📅 তারিখঃ ১৭ই জানুয়ারি ২০২৬
🕙 সময়ঃ সকাল ১০ঃ০০ টা - সন্ধ্যা ৬ঃ৩০ টা
✳️ সম্মেলনের লক্ষ্যঃ
✅ যাকাত সম্পর্কে মানুষকে আরও সচেতন করা
✅ যাকাত বিতরণের স্বচ্ছ ও টেকসই ব্যবস্থা গড়ে তোলা
✅ দারিদ্র্য বিমোচনে যাকাতের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা
✳️ আলোচনা বিষয়ঃ
✅ যাকাতের ধর্মীয় দিক: ফরজিয়্যা ও তাৎপর্য
✅ যাকাতের সঠিক পরিমাণ নির্ধারণ এবং বিতরণ
✅ হকদার নির্ধারণ ও যোগ্যতা নির্ণয়
✅ যাকাত ব্যবস্থাপনার আধুনিক কৌশল
✅ প্রযুক্তি ব্যবহারে যাকাত বিতরণ সহজতর করা
✅ দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা।
✳️ সম্মেলনের বক্তাগন:
খুব শ্রীঘই জানানো হবে।
📌 নিবন্ধন প্রক্রিয়াঃ
সম্মেলনে অংশগ্রহণের জন্য মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের ওয়েবসাইট (www.mastul.net) বা ফেসবুক পেইজ (www.facebook.com/mastulfoundation) ভিজিট করে অনলাইনে নিবন্ধন করুন।
✳️ অনলাইন নিবন্ধন লিংকঃ https://forms.gle/ptJSXpsBZwzCd22y9
নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমরা অংশগ্রহণকারীদের সঙ্গে যোগাযোগ করবো।
📌 গুরুত্বপূর্ণ নোটঃ
এই সম্মেলনের আসন সংখ্যা সীমিত। তাই শুধুমাত্র নিবন্ধিত ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। ইন শা আল্লাহ।
আসুন, যাকাত সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করি এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও সক্রিয় হই। ইনশা আল্লাহ, আপনার অংশগ্রহণ আমাদের সম্মেলনকে আরও সাফল্যমণ্ডিত করবে।
Event Venue & Nearby Stays
Pan Pacific Sonargaon Dhaka, Cafe Bazar, সোনারগাও রোড, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh










