Advertisement
World Diabetes Day 2025; বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫
কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন
আগামী ১৫ নভেম্বর ২০২৫ শনিবার "বিশ্ব ডায়াবেটিস দিবস" উপলক্ষ্যে ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর-এর আয়োজনে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ডাঃ মোঃ ফজলুর রহমান, পরিচালক, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।
সভাপতিত্ব করবেন আলহাজ্ব মোহাম্মদ আব্দুল লতিফ এডভোকেট, সভাপতি, ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর।
অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।
ধন্যবাদ সহ,
মোঃ সফিকুল হক ছুটু
সাধারণ সম্পাদক,
ডায়াবেটিক এসোসিয়েশন, দিনাজপুর।
Advertisement
Event Venue & Nearby Stays
Block No 1, Newtown, 5200 Dinajpur, Bangladesh, Bogra, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.




