Advertisement
প্রিয় ভেসপাহোলিকস বন্ধুরা সালাম,আগামী ২৪ই অক্টোবর শুক্রবার আমাদের বহুল কাঙ্খিত ভিনটেজ মিট হ্যারিটেজ রাইড ২০২৫ হতে যাচ্ছে। এবারের রাইড ঢাকা নবাবগঞ্জ এর “জজ বাড়ি" আপনাদের সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহনে “ভিনটেজ মিটস হ্যারিটেজ ২০২৫” দিনটি স্মরণীয় করে রাখতে চাই আমরা।
রাইডে অংশ নিতে হলে অবশ্যই প্রত্যেকের ভেসপা রাইডের জন্য ফিট আছে কিনা সেটা চেক করে নিতে হবে।
রেজিস্ট্রেশন ফি : ৩০০ টাকা
বিকাশ: 01675114281 Mehedi
(যেটা নাস্তা ও দুপুরের খাবারের সাথে এ্যাডযাস্ট করা হবে,
নীচের গুগল ফর্মটি পূরন করে আসন নিশ্চিত করতে হবে)
রেজিস্ট্রেশন ফর্ম:
https://shorturl.at/Z4dPa
“ভিনটেজ মিটস হ্যারিটেজ” রাইড টিকে সুন্দর,সুশৃঙ্খল এবং নিরাপদ করতে অবশ্যই প্রত্যেকে প্রত্যেককে পূর্ন সহযোগীতা করব এবং কিছু নিয়ম মেনে রাইডটি সম্পন্ন করব:
১: সবাইকে অবশ্যই হেলমেট পরিধান করতে হবে। পিলিয়ন সহ।(নিজের সুরক্ষার জন্য সেফটি গার্ড (যদি থাকে) এবং কভারড সু পরে নিতে পারেন)
২: আমরা অবশ্যই সিরিয়াল মেনটেইন করে একটি লাইনে চালিয়ে যাবো এবং ফিরে আসবো।(এক্ষেত্রে ভলেন্টিয়ার দলকে পূর্ন সহযোগীতা করার অনুরোধ রইল সকলের প্রতি)
৩: লাইন এবং সিরিয়াল ভেঙ্গে আগে যাওয়ার প্রবণতা থাকলে তা পরিহার করার বিশেষভাবে অনুরোধ রইল।(আমাদের যেকোনো খামখেয়ালীপনার কারনে পুরো গ্রুপ রাইডটা নষ্ট হয়ে যেতে পারে)
৪: প্রত্যেকে প্রত্যেকের সাথে সহনশীল এবং সৌহাদ্যপূর্ন আচরন করতে হবে।
৫: প্রত্যেকের, তেল খরচ, রাইডের যাবতীয় খরচ নিজ নিজ বহন করতে হবে।
৬: বৃষ্টির দিন তাই রেইনকোট বহন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ইভেন্ট তারিখ: ২৪ই অক্টোবর, শুক্রবার ২০২৫।
মিটিং টাইম: ৭:৩০ টা
রাইড স্টার্ট টাইম: ৮:০০ টা
মিটিং পয়েন্ট: কেন্দ্রীয় শহীদ মিনার
https://maps.app.goo.gl/CffxCg6pSbaE9Aj86
ইভেন্ট সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করুন:
01675114281 Mehedi
01989254699 Ahad
01710551784 Chanchal
Advertisement
Event Venue & Nearby Stays
Judge Bari, Nobabgonj., Nawabganj,Imamnagar, Dhaka, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











