Advertisement
উপমহাদেশ একসময় সমৃদ্ধ ছিল, সুপ্রাচীন কাল থেকেই ছিলো স্বাধীন। ইংরেজ শাসন শুরুর পর থেকেই দারিদ্র ও পরাধীনতার অন্ধকারে ছেয়ে যায় পুরো দেশ!সেই ঘোর অন্ধকারে জীবনবাজি রেখে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতার প্রথম সকাল এনেছিল অনেক মহীয়ান মানুষ!
ভারত ভেঙে তিন টুকরো হলো, আমরা পেলাম একখন্ড স্বাধীন দেশ! কিন্তু সেই সদ্য পাওয়া স্বাধীনতাও অখণ্ড থাকেনি, অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ নিপীড়নে আবারো আমাদের রাজপথে নামতে হয়েছে! মাতৃভাষা বাংলার জন্য, স্বাধীনতার জন্য আবারো বুকের রক্ত ঢেলেছে আপামর জনতা!
স্বাধীনতার বিজয় অর্জনের এই সুদীর্ঘ যাত্রাপথে সাহসী পুরুষ একা হাঁটেনি, তার সাথে ছিলো নারীরা- শক্তি হয়ে , প্রেরণা দিয়ে, সম্মুখ লড়াই করে!
উপমহাদেশে নারীর অবরোধ মুক্তি ও নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়া অগ্রদূত হয়ে কাজ করেছেন! একই সাথে তাঁর পূর্বসূরি, সমসাময়িক ও উত্তরসূরি নারীরা দেশের পরাধীনতার বিরুদ্ধে লড়াইয়ে আলোর মশাল হাতে এগিয়ে এসেছিলেন!
১০ই ডিসেম্বর বেগম রোকেয়া দিবস, আর ১৬ই ডিসেম্বর আমাদের গৌরবময় বিজয় দিবস!
এই দিবসগুলোর তাৎপর্যকে মননে ধারণ করে এবার 'পড়ুয়ার আসর' আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ পাঠপর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান: “আমরা তোমাদের ভুলবো না!”
এই পাঠপর্বে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করবো বেগম রোকেয়া সহ মহীয়সী সব অগ্রগামী নারীদের!
অনুষ্ঠান: “ আমরা তোমাদের ভুলবো না”
শনিবার ৩০শে নভেম্বর ২০২৪
বিকাল ৬টা থেকে রাত ১০ টা
Glenfield Community Hall
আপনাদের সবার সাদর আমন্ত্রণ!
Advertisement
Event Venue & Nearby Stays
Glenfield Community Hall, 10 Newtown Rd, Glenfield NSW 2167, Australia,Sydney, Australia, Liverpool